ETV Bharat / state

বিজেপির সিক্রেট জেনারেল, তুষার মেহতাকে আক্রমণ অভিষেকের

author img

By

Published : Jul 5, 2021, 11:12 AM IST

Updated : Jul 5, 2021, 11:30 AM IST

1 জুলাই বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করেছিলেন কি না, এ নিয়ে তোলপাড় বঙ্গ তথা ভারতের রাজনীতি ৷ দু'জনেই এই অভিযোগ অস্বীকার করলেও প্রমাণ মেলেনি এখনও ৷ এই নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন সলিসিটর জেনারেলকে ৷

বিতর্কে তুষার মেহতা
বিতর্কে তুষার মেহতা

কলকাতা, 5 জুলাই : দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে (Solicitor General Tushar Mehta) বিজেপির "সিক্রেট জেনারেল" হিসেবে কাজ করার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে সাক্ষাৎ নিয়ে বিতর্ক চলছে ৷ 1 জুলাই বিধানসভার বিরোধী দলনেতা সলিসিটর জেনারেলের বাড়ি গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে ৷ কিন্তু তুষার মেহতার দাবি, তিনি কিছু না জানিয়ে এসেছিলেন, দেখা হয়নি ৷ আর বিজেপি নেতা এ বিষয়ে কিছু বলতে চাননি ৷ এ নিয়ে রাজনৈতিক তরজা আরও বাড়ছে ৷ সম্প্রতি এ বিষয়ে তথ্য চেয়ে আরটিআই অনুযায়ী কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন প্রাক্তন সাংবাদিক, সমাজকর্মী সাকেত গোখেল ৷

আরও পড়ুন : তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

আজ দুপুর আড়াইটে নাগাদ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল রাইসিনা হিলসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সলিসিটর জেনারেলকে (Solicitor General) সরানোর দাবি তুলবে ৷ শনিবার এই কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায় ৷

এবার, সাক্ষাতের প্রমাণ চেয়ে টুইট করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "72 ঘণ্টা কেটে গেলেও তুষার মেহতা, ভারতের সম্মানীয় এসজি তাঁর দাবি প্রমাণের সপক্ষে তাঁর নিজের বাড়ির 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশে ব্যর্থ হয়েছেন ৷ এসজি, আপনি এই দুর্বল প্রতিরক্ষা কবচ নিয়ে বিজেপি-র সিক্রেট জেনারেল পদে কাজ করতে পারেন, কিন্তু ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নয় ৷"

Last Updated : Jul 5, 2021, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.