Abhishek Plan For Panchayat Polls: পঞ্চায়েতের আগে কর্মীদের চাঙ্গা করতে বঙ্গজুড়ে 60 সভা অভিষেকের

author img

By

Published : Mar 17, 2023, 4:42 PM IST

Abhishek Plan For Panchayat Polls

পঞ্চায়েত ভোটের আগে বঙ্গজুড়ে ঘাসফুলের ঝড় তুলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Plan For Panchayat Polls) ৷ তাই গ্রামীণ বাংলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 60টি সভা করতে চলেছেন ৷ যা শুরু হবে আগামী 29 মার্চ কলকাতার ছাত্র-যুব সমাবেশ থেকে ৷

কলকাতা, 17 মার্চ: বছরখানেক পরই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ সেই ভোটের মহড়া কার্যত হবে পঞ্চায়েতে ৷ আগামী কয়েকমাস পর হতে চলা গ্রাম বাংলার ভোটে বঙ্গজুড়ে প্রচারে ঝড় তুলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগেই রাজ্যজুড়ে তিনি 60টি সভা করতে চলেছেন বলে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ যা শুরু হতে চলেছে চলতি মাসের শেষ থেকেই ৷

আগামী 29 মার্চ কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সমাবেশের ডাক দিয়েছেন বলে খবর ৷ তৃণমূলের সূত্র থেকে জানা গিয়েছে, ওই সমাবেশ থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সুর বেঁধে দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তার পর তিনি বিভিন্ন জেলায় গিয়ে সভা করবেন ৷

সেই সভাগুলি কোথায় কোথায় হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি বলেই জানা গিয়েছে ৷ তবে কোথায় কোথায় হতে পারে, তার একটা ইঙ্গিত মিলেছে ৷ ঘাসফুল শিবিরের ওই সূত্রের দাবি, লোকসভা ও বিধানসভা নির্বাচনে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল হয়েছে ৷ পঞ্চায়েতের আগে সেখানে সেখানে পৌঁছে যেতে চাইছেন তৃণমূলের এই তরুণ তুর্কি ৷ সেই লোকসভা বা বিধানসভা কেন্দ্রে গিয়ে সভা করে তিনি তৃণমূলের কর্মীদের চাঙ্গা করবেন ৷ পাশাপাশি সাধারণ মানুষকেও ভোটের আগে বার্তা দেবেন ৷

তাই মনে করা হচ্ছে যে অভিষেকের 60টি সভার মধ্য়ে বেশিরভাগই উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সংলগ্ন জেলাগুলিতে হবে ৷ কারণ, লোকসভা ও বিধানসভায় এই এলাকাগুলি থেকে ফল একেবারেই ভালো হয়নি তৃণমূল কংগ্রেসের ৷ সূত্রের খবর, ওই এলাকাগুলিতে বিরোধীদের নানা অভিযোগের জবাব দেবেন অভিষেক ৷ পাশাপাশি দলের ভাবমূর্তি উদ্ধারে কী কী কাজ করা হয়েছে, সেটাও সাধারণ মানুষকে জানাবেন তিনি ৷

প্রসঙ্গত, গত কয়েকমাসে বেশ কয়েকটি জেলায় গিয়ে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রতিটি সভাতেই দুর্নীতিমুক্ত তৃণমূল কংগ্রেস গড়ার বার্তা দিয়েছেন ৷ কারও বিরুদ্ধে অভিযোগ এলে সরাসরি শাস্তির বিধান দিয়েছেন ৷ আবার ‘সৎ’ ব্যক্তিদের মঞ্চে তুলে জানিয়েছেন যে তৃণমূলের নবকলেবরে তিনি ঠিক কাদেরকে চাইছেন ৷ একই সঙ্গে তিনি বারবার স্পষ্ট করেছেন যে কোনও নেতার কথায় আর প্রার্থী ঠিক হবে না তৃণমূলে ৷ বরং মানুষ যাঁকে চাইবেন, মানুষের জন্য যিনি কাজ করবেন বা করছেন, তিনিই পঞ্চায়েতে নির্বাচনে ঘাসফুল প্রতীকে প্রার্থী হওয়ার জন্য যোগ্য ৷ রাজনৈতিক মহল মনে করছে যে এই সভাগুলি থেকেও অভিষেক একই বার্তা দিতে চলেছেন ৷

এদিকে বাংলার শাসক দলের একটি সূত্র জানাচ্ছে যে অভিষেক নিজে দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের আগে ঘাসফুলের ঝড় তুলতে চাইছেন বাংলায় ৷ ঠিক যেভাবে পৌর নির্বাচনের সময় তাঁকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে দেখা গিয়েছিল ৷ যদিও পঞ্চায়েত ভোটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এভাবে কোমর বেঁধে নামার নজির নেই ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পঞ্চায়েতের প্রচারে সেভাবে অংশ নেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ পুরো বিষয়টি জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব সামলে দেয় ৷ তৃণমূল নেত্রী শুধু লড়াইয়ের দিকনির্দেশিকা দিয়ে দেন ৷ তাই অভিষেকের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: সময়ের আগেই কলকাতায় ছাত্র-যুব সমাবেশের ডাক অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.