ETV Bharat / state

'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের

author img

By ANI

Published : Jan 14, 2024, 1:39 PM IST

Updated : Jan 14, 2024, 2:59 PM IST

Abhishek Banerjee Takes Dig at Congress: অসমের ডিমা হাসাও জেলায় উত্তর ক্যাচার পার্বত্য স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে হেরেছে কংগ্রেস ৷ আর তার পরেই 'ইন্ডিয়া' জোটের প্রধান শরিক কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 14 জানুয়ারি: 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর সেই প্রশ্ন তুলে দিলেন, জোটের অন্যতম শরিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ রাজ্যে আসন বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মতভেদ চরমে ৷ আর তারই মধ্যে শনিবার অসমের ডিমা হাসাও জেলায় উত্তর ক্যাচার পার্বত্য স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে হেরেছে হাত শিবির ৷ যেখানে প্রাথমিক ভোট শতাংশে কংগ্রেস তৃণমূলের থেকে পিছিয়ে ৷ সেই নিয়ে অভিষেকের নিশানা, কংগ্রেসের নিজেদের গড়ে মাটি পোক্ত নয়, সেখানে বাংলায় আসন বণ্টনে 'তারা ছোঁয়ার স্বপ্ন' দেখছে কংগ্রেস ৷

শনিবার 'ইন্ডিয়া' জোটের ভার্চুয়াল বৈঠকে ছিল না তৃণমূল-সহ 14টি দল ৷ আর সেই বৈঠকে তৃণমূলকে ছাড়াই 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক হিসেবে মল্লিকার্জুন খাড়গকে দায়িত্ব সঁপেছে বাকি 14টি দল ৷ মূলত বাংলায় আসন বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের মতভেদ তৈরি হয়েছে ৷ সূত্রের খবর, 42টি আসনের মধ্যে কংগ্রেসকে বাংলায় মাত্র 2টি আসন ছাড়তে প্রস্তুত তৃণমূল ৷ যা মানতে নারাজ মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি ৷ এই মতানৈক্যের মাঝেই, নতুন করে আগুন ঘি ঢাললেন অভিষেক ৷ তাও আবার অসমে উত্তর ক্যাচার পার্বত্য স্বশাসিত কাউন্সিলের নির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে ৷

তৃণমূল সাংসদ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রথমবার এনসিএইচএসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও, অসম তৃণমূল কংগ্রেস, সেখানকার প্রথম বিরোধী দল কংগ্রেসের থেকে ভোট শেয়ারে এগিয়ে রয়েছে ৷" এখানেই শেষ নয়, এর পরেই কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক ৷ তিনি লিখেছেন, "যেখানে নিজেদের গড়েই তারা মাটি শক্ত করতে পারেনি, সেখানে বাংলায় আসন বণ্টনে তাদের ইচ্ছে 'তারা ছোঁয়ার' মতো ৷" উল্লেখ্য, অসমের ডিমা হাসাও জেলায় উত্তর ক্যাচার পার্বত্য স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে বিজেপি 22টি আসনে লড়ে 15টিতে জিতেছে ৷

  • Despite contesting NCHAC elections for the first time @AITC4Assam managed a higher vote share than INC – the primary opposition.

    One might say their seat share aspirations in Bengal are akin to aiming for the stars when they couldn't quite grasp the ground in their own backyard! pic.twitter.com/YUDw8qlR32

    — Abhishek Banerjee (@abhishekaitc) January 13, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে তৃণমূল 11টি এবং কংগ্রেস 22টি আসনে লড়াই করলেও, একটিতেও জিততে পারেনি ৷ কিন্তু, লড়াই করা আসনের নিরিখে তৃণমূলের ভোট শেয়ার কংগ্রেসের তুলনায় অনেক বেশি, 12.40 শতাংশ ৷ সেখানে 22টি আসনে লড়াইয়ের নিরিখে কংগ্রেসের ভোট শেয়ার 8.87 শতাংশ ৷ আর মোট 22 আসনের তুলনায় তৃণমূলের ভোট শেয়ার 7.63 শতাংশ ৷ অর্থাৎ, মাত্র অর্ধেক আসনে লড়াই করে তৃণমূল পার্বত্য স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে কংগ্রেসের থেকে অনেক বেশি ভোট পেয়েছে ৷ আর তাই নিয়েই লোকসভা নির্বাচনে বাংলায় আসন বণ্টন ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক ৷

আরও পড়ুন:

  1. নীতীশের ফেরানো 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে খাড়গে
  2. রাম মন্দির থেকে নজর ঘোরাতে আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুলের
  3. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !
Last Updated :Jan 14, 2024, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.