পটনা, 13 জানুয়ারি: 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক করা হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ৷ প্রথমে সব দলের তরফে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারকে আহ্বায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু, কংগ্রেসের তরফে দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দেন নীতীশ ৷ পরে জোটের এই ভার্চুয়াল বৈঠকে খাড়গের নাম আহ্বায়ক হিসেবে চূড়ান্ত করা হয় ৷
উল্লেখ্য, নীতীশ কুমার প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার সময় জানিয়েছিলেন, আহ্বায়ক পদটি কেবল কংগ্রেসেরই রাখা উচিত ৷ নীতীশের সেই প্রস্তাবেই এবার সায় দিয়েছে 'ইন্ডিয়া' জোটের বাকি সদস্যরা (তৃণমূল এবং উদ্ধব ঠাকরের শিবসেনা বাদে) ৷ আজকের ভার্চুয়াল বৈঠকে আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং ডি কে রাজা-সহ 14টি বিরোধী দলের নেতা এই বৈঠকে যোগ দেন ৷ তৃণমূল ও উদ্ধব ঠাকরের শিবসেনার কেউ ভার্চুয়াল বৈঠকে ছিলেন না ৷
জানা গিয়েছে, এ দিনের ভার্চুয়াল বৈঠকে 'ইন্ডিয়া' জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে ৷ যদিও, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি বিরোধীদের তরফে ৷ তবে, আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলছে ৷ আর বিহারের আসন বণ্টন নিয়ে জেডিইউ কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা করেনি ৷ নীতীশের দল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের জোট আরজেডি-র সঙ্গে ৷ তাই শুধুমাত্র আরজেডি নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে আলোচনা করে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷ এর পর আরজেডি-র সঙ্গে সরাসরি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে জেডিইউ ৷
রাহুলের সফর নিয়েও ভার্চুয়াল বৈঠক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উল্লেখ্য, আজ 'ইন্ডিয়া' জোটের বৈঠক কংগ্রেসের তরফে ডাকা হয়েছে ৷ তাই রাজনৈতিক মহলের চোখ কংগ্রেসের দিকে ৷ 14 জানুয়ারি থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করছেন রাহুল গান্ধি ৷ আজকের বৈঠকে রাহুলের এই যাত্রায় অংশ নেওয়ার জন্য কংগ্রেস 'ইন্ডিয়া' জোটের বাকি দলগুলিকে আবেদন জানিয়েছে ৷
এখনও পর্যন্ত 'ইন্ডিয়া' জোটের চারটি বৈঠক হয়েছে ৷ 23 জুন পাটনায় প্রথম বৈঠক হয় ৷ এরপর বেঙ্গালুরু, মুম্বই এবং ডিসেম্বরে দিল্লিতে বৈঠক হয়েছে ৷ এবার ভার্চুয়াল বৈঠক হচ্ছে আজ ৷ কিন্তু, জোটের ভবিষ্যৎ কী ? সেই নিয়ে কোনও সদুত্তর বিরোধী দলগুলির কারও কাছেই নেই ৷ এ দিকে ক্রমশ 2024 লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ কবে, 'ইন্ডিয়া' জোটের মধ্য মতের মিল হয়, আর কবেই বা আসন রফার বিষয়টি চূড়ান্ত হয়, সেটাই দেখার ৷
আরও পড়ুন: