ETV Bharat / bharat

নীতীশের ফেরানো 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে খাড়গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 2:55 PM IST

Updated : Jan 13, 2024, 3:45 PM IST

INDIA Alliance Meeting: 'ইন্ডিয়া' জোটের ভার্চুয়াল বৈঠক চলছে ৷ যে বৈঠকে আজ বিরোধী এই জোটের আহ্বায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল জেডিইউ প্রধান নীতীশ কুমারকে ৷ কিন্তু, তিনি সেই প্রস্তাবে সায় দেননি ৷ তার পরেই 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ৷

ETV BHARAT
ETV BHARAT

পটনা, 13 জানুয়ারি: 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক করা হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ৷ প্রথমে সব দলের তরফে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারকে আহ্বায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু, কংগ্রেসের তরফে দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দেন নীতীশ ৷ পরে জোটের এই ভার্চুয়াল বৈঠকে খাড়গের নাম আহ্বায়ক হিসেবে চূড়ান্ত করা হয় ৷

উল্লেখ্য, নীতীশ কুমার প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার সময় জানিয়েছিলেন, আহ্বায়ক পদটি কেবল কংগ্রেসেরই রাখা উচিত ৷ নীতীশের সেই প্রস্তাবেই এবার সায় দিয়েছে 'ইন্ডিয়া' জোটের বাকি সদস্যরা (তৃণমূল এবং উদ্ধব ঠাকরের শিবসেনা বাদে) ৷ আজকের ভার্চুয়াল বৈঠকে আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং ডি কে রাজা-সহ 14টি বিরোধী দলের নেতা এই বৈঠকে যোগ দেন ৷ তৃণমূল ও উদ্ধব ঠাকরের শিবসেনার কেউ ভার্চুয়াল বৈঠকে ছিলেন না ৷

জানা গিয়েছে, এ দিনের ভার্চুয়াল বৈঠকে 'ইন্ডিয়া' জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে ৷ যদিও, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি বিরোধীদের তরফে ৷ তবে, আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলছে ৷ আর বিহারের আসন বণ্টন নিয়ে জেডিইউ কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা করেনি ৷ নীতীশের দল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের জোট আরজেডি-র সঙ্গে ৷ তাই শুধুমাত্র আরজেডি নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে আলোচনা করে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷ এর পর আরজেডি-র সঙ্গে সরাসরি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে জেডিইউ ৷

রাহুলের সফর নিয়েও ভার্চুয়াল বৈঠক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উল্লেখ্য, আজ 'ইন্ডিয়া' জোটের বৈঠক কংগ্রেসের তরফে ডাকা হয়েছে ৷ তাই রাজনৈতিক মহলের চোখ কংগ্রেসের দিকে ৷ 14 জানুয়ারি থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করছেন রাহুল গান্ধি ৷ আজকের বৈঠকে রাহুলের এই যাত্রায় অংশ নেওয়ার জন্য কংগ্রেস 'ইন্ডিয়া' জোটের বাকি দলগুলিকে আবেদন জানিয়েছে ৷

এখনও পর্যন্ত 'ইন্ডিয়া' জোটের চারটি বৈঠক হয়েছে ৷ 23 জুন পাটনায় প্রথম বৈঠক হয় ৷ এরপর বেঙ্গালুরু, মুম্বই এবং ডিসেম্বরে দিল্লিতে বৈঠক হয়েছে ৷ এবার ভার্চুয়াল বৈঠক হচ্ছে আজ ৷ কিন্তু, জোটের ভবিষ্যৎ কী ? সেই নিয়ে কোনও সদুত্তর বিরোধী দলগুলির কারও কাছেই নেই ৷ এ দিকে ক্রমশ 2024 লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ কবে, 'ইন্ডিয়া' জোটের মধ্য মতের মিল হয়, আর কবেই বা আসন রফার বিষয়টি চূড়ান্ত হয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের
  2. নীতীশের জেডিইউ প্রধান হওয়ায় 'ইন্ডিয়া' জোট প্রভাবিত নয়, দাবি কংগ্রেসের
  3. 'ইন্ডিয়া' জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন মানিক সরকার
Last Updated :Jan 13, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.