ETV Bharat / state

Abhishek on UCC: বৈচিত্রের মধ্যে ঐক্যে বাধা অভিন্ন দেওয়ানি বিধি ! বিজেপি নেতাদের আক্রমণ অভিষেকের

author img

By

Published : Jul 7, 2023, 8:20 AM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য স্পষ্ট নয় ৷ আর বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের মন্ত্র ৷ আর সেই কারণে এই বিধি লাগু করায় সায় নেই তৃণমূলের।

কলকাতা, 7 জুলাই: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা কী ? বিশেষ করে যেখানে দেশের মূল মন্ত্রই বৈচিত্রের মধ্যে ঐক্য ৷ প্রাথমিক প্রশ্নটি উত্থাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেন, "যদি অভিন্নতার শিক্ষা কাউকে দিতে হয়, তা বিজেপি নেতাদের দরকার ৷ তাঁদের বোঝা উচিত আইন সবার জন্য এক এবং সকলেরই সেটা মেনে চলা উচিত ৷" বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তাঁকে প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন তৃণমূল সাংসদ ৷

অভিষেকের কাছে জানতে চাওয়া হয়, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৃণমূলের অবস্থান কী ! জবাবে অভিষেক পরিষ্কার জানিয়ে দেন, জনগণের স্বার্থের পরিপন্থী এমন কোনও কিছু তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না ৷ তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি কী, তা স্পষ্ট নয় ৷ ইতিমধ্যে এই নিয়ে ল' কমিশন ড্রাফট জমা দিয়েছে ৷ কিন্তু এই ল' কমিশনই একসময় বলেছিল ইউনিভার্সাল সিভিল কোডের প্রয়োজন নেই ৷

অভিষেক মনে করেন, বৈচিত্রের মধ্যে ঐক্যের তত্ত্ব দেশের ভিত্তি ৷ সেখানে ইউনিফর্ম বলে কিছু হতে পারে না ৷ অভিষেকের কথায়, "এই বিভিন্নতাই আমাদের শক্তি ৷ প্রধানমন্ত্রী যখন ভাষণ দেন গর্বের সঙ্গে বলেন বসুধৈব কুটুম্বকম ৷ যার অর্থ, গোটা বিশ্ব একটা পরিবার ৷ যে প্রধানমন্ত্রী এই কথা বলেন, তিনি কীভাবে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করতে পারেন ?"

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি দেশকে আরও বেঁধে রাখবে, দাবি ধনকড়ের

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে অভিষেক আরও জানান, ভারত গোটা বিশ্বে পূজিত এই বৈচিত্রের জন্য, তার অভিন্নতার জন্য নয় ৷ আজ কেউ কুর্তা-পাজামা পরে বাংলায় বসে বাংলা ভাষায় কথা বলছেন ৷ আবার কেউ তামিলনাড়ুতে বসে তামিল ভাষায় কথা বলেন ৷ তেলেঙ্গানার ভাষা তেলেগু ৷ একইভাবে অসমে অসমিয়া এবং মেঘালয়ে খাসি বা গারো ভাষায় কথা বলা হয় ৷ এটাই ভারতের পরিচয় ৷ অভিষেক বলেন, "এগুলিকেই সব বদলে যদি এক করে দেওয়া হয় তাহলে বুঝবেন দেশের মেরুদন্ড টাই নষ্ট করে দেওয়া হচ্ছে। এই নিয়ে সরকারের বক্তব্য প্রকাশ্যে আসা উচিত ৷ কেন্দ্রীয় সরকার কীভাবে আমাদের পরিধান-ভাষা-ধর্ম-আচরণ-খাদ্যাভ্যাসকে এক করে দিতে পারে ?"

এই প্রসঙ্গে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি নেতাদের কড়া আক্রমণ করেন ৷ অভিষেকের তোপ , কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রকাশ্যে দেশের গদ্দারদের গুলি করার নিদান দিয়েছিলেন ৷ তাই এই সমস্ত নেতাদের দেশের নাগরিক হিসেবে সম-অধিকারের শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করেন অভিষেক ৷

তাঁর আরও দাবি, উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ-কেন্দ্রীয় মন্ত্রী অজয় টেনি মিশ্রর ছেলে গাড়ি চাপা দিয়ে কৃষকদের পিষে মেরেছেন ৷ তাঁর বোঝা উচিত আইন সবার জন্যই এক ৷ এক্ষেত্রে তাঁর অভিন্নতার শিক্ষার প্রয়োজন রয়েছে ৷ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের কথায় উঠে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও ৷ অভিষেক বলেন, "তিনি যেন আইন অনুসরণ করেন ৷ গত 10 বছরে বাংলায় যত দুর্নীতি হয়েছে, তার সবগুলিতেই তাঁর (শুভেন্দু) নাম রয়েছে ৷ অথচ তিনি আজ ভয় মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁকেও বুঝতে হবে আইন সবার জন্য এক ৷"

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বৈঠক শুরু সংসদের স্ট্যান্ডিং কমিটির

অভিন্নতার শিক্ষা প্রসঙ্গে বাদ যাননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অভিষেক জানান, সরকারের সর্বোচ্চ পদে বসে তিনি প্রকাশ্যে বলতে পারেন "2026 সালের পর আমরা এই সরকারকে কাজ করতে দেব না ৷" তাই তাঁর আইনের পথ অনুসরণের প্রয়োজন আছে বলে মনে করেন অভিষেক । বিজেপি নেতারা প্রথমে আইন-সংবিধানের উপর ভরসা রাখুন, তারপর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কথা বলবেন, মত অভিষেকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.