ETV Bharat / bharat

Dhankhar Advocates for UCC: অভিন্ন দেওয়ানি বিধি দেশকে আরও বেঁধে রাখবে, দাবি ধনকড়ের

author img

By

Published : Jul 4, 2023, 7:29 PM IST

Dhankhar Advocates for UCC
Dhankhar Advocates for UCC

ভারতে অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়নের পক্ষে এ বার জোরালো সওয়াল করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ এখনও ইউসিসি-র বাস্তবায়ন না করলে তা দেশবাসীর মূল্যবোধে আঘাত করবে বলে জানিয়েছেন তিনি ৷

গুয়াহাটি, 4 জুলাই: অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) দেশ এবং এর জাতীয়তাবাদকে আরও কার্যকরভাবে বেঁধে রাখবে ৷ এমনই দাবি করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ ইউসিসি বাস্তবায়নে আরও বিলম্ব হলে তা 'আমাদের মূল্যবোধের ক্ষয়কারী' হবে বলে মনে করেন তিনি ৷

আইআইটি গুয়াহাটির 25তম সমাবর্তনে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিগুলি (ডিপিএসপি) দেশের শাসনের মৌলিক দিক এবং সেগুলিকে নিয়মে পরিণত করা রাষ্ট্রের কর্তব্য । পঞ্চায়েত, সমবায় এবং শিক্ষার অধিকারের মতো অনেক ডিপিএসপি ইতিমধ্যেই আইনে পরিণত করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে, এ বার সংবিধানের 44 অনুচ্ছেদ বাস্তবায়নের সময় এসেছে ।

ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এবং ঘনঘন দেশ বিরোধী বক্তব্য পেশের বিরুদ্ধে সতর্ক করে ধনকড় বলেছেন, "ভারত-বিরোধী শক্তিগুলিকে কার্যকরভাবে প্রত্যাখ্যান করার সময় এসেছে ।" উপরাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে, "কোনও বিদেশি সত্তাকে আমাদের সার্বভৌমত্ব এবং সুনামকে নষ্ট করার অনুমতি দেওয়া যাবে না ।" ভারতকে প্রাচীনতম, বৃহত্তম, সবচেয়ে কার্যকরী এবং প্রাণবন্ত গণতন্ত্র হিসাবে বর্ণনা করে উপরাষ্ট্রপতি বলেন, "আমরা আমাদের বিকাশমান ও প্রস্ফুটিত গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর ক্ষত আসতে দিতে পারি না ।"

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বৈঠক শুরু সংসদের স্ট্যান্ডিং কমিটির

দুর্নীতির প্রতি এখন জিরো টলারেন্সের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি এ দিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান । তিনি বলেন, দুর্নীতি গণতন্ত্রবিরোধী, দুর্নীতি হল দুর্বল শাসন, দুর্নীতি আমাদের বৃদ্ধিকে কমিয়ে দেয়... একটি দুর্নীতিমুক্ত সমাজই বৃদ্ধির পথে সবচেয়ে নিরাপদ গ্যারান্টি ৷ নেতারা অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং জাতি ও জাতীয়তাবাদের মূল্যে আর্থিক লাভ করা থেকে বিরত থাকুন, এটাই চান উপরাষ্ট্রপতি । তিনি ছাত্রদের দূরদর্শী ব্যক্তিত্ব ড. বিআর আম্বেদকরের মূল্যবান বাণীর কথাও মনে করিয়ে দিয়ে বলেন, "তোমাদের প্রথমে ভারতীয় হওয়া উচিত, শেষ পর্যন্তও ভারতীয়ই হওয়া উচিত এবং ভারতীয় ছাড়া আর কিছু হওয়া উচিত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.