ETV Bharat / bharat

Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বৈঠক শুরু সংসদের স্ট্যান্ডিং কমিটির

author img

By

Published : Jul 3, 2023, 5:07 PM IST

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বৈঠক শুরু করেছে সংসদের স্ট্যান্ডিং কমিটি ৷ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বৈঠকের আগে বলেছেন যে, এই বিধি এখন সময়ের প্রয়োজন ৷

PSC Meeting on UCC
PSC Meeting on UCC

নয়াদিল্লি, 3 জুলাই: ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার জন্য বৈঠক শুরু হল সংসদে ৷ সোমবার সংসদের আইন ও বিচারব্যবস্থার স্ট্যান্ডিং কমিটি এই নিয়ে বৈঠকে বসেছে । বৈঠকের আগে সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে, "দেশের সমস্ত মানুষকে একত্রিত করে একটি আইন তৈরি করা উচিত ৷ এটা সময়ের প্রয়োজন ৷ সুপ্রিম কোর্টও এর সমর্থনে অনেক রায় দিয়েছে ৷"

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, বিজেপি ইউসিসি-র জন্য বিভিন্ন দলের সমর্থন পাবে । তাঁর কথায়, "রাজ্যসভায় আমাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আমি মনে করি অন্যান্য দলের অনেক নেতা আছেন, যাঁরা চান যে দেশ একত্রিত হোক । আমি মনে করি, অনেক দল অভিন্ন দেওয়ানি বিধিতে বিজেপিকে সমর্থন করবে । এর জন্য আমরা ক্রস-পার্টি সমর্থন পাব ।"

আরও পড়ুন: একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

এর আগে শনিবার রাজ্যসভার সাংসদ কপিল সিবাল এই নিয়ে বলেন যে, ইউসিসি-র প্রস্তাব ঠিক কী, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশকে জানানো উচিত । ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সমর্থন, একে ফের আলোচনায় নিয়ে এসেছে । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, দেশ দুটি আইনে চলতে পারে না এবং অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানেরই অংশ ছিল ।

প্রধানমন্ত্রীর কথায়, "আজ ইউসিসির নামে জনগণকে উসকে দেওয়া হচ্ছে । দেশে দুটি (আইন) কীভাবে চলবে ? সংবিধানও সমান অধিকারের কথা বলে ৷ সুপ্রিম কোর্টও ইউসিসি-কে বাস্তবায়ন করতে বলেছে । এই (বিরোধী) লোকেরা ভোট ব্যাংকের রাজনীতি খেলছে ৷"

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশবাসীর মতামত চেয়েছিল দেশের আইন কমিশন ৷ এর পর থেকেই জল্পনা ছড়িয়েছে যে, নরেন্দ্র মোদির সরকার শিগগিরই ইউসিসি চালু করতে বদ্ধপরিকর ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্কও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.