ETV Bharat / bharat

PM Modi on UCC: একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jun 27, 2023, 6:12 PM IST

মঙ্গলবার মধ্যপ্রদেশে বিজেপির ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচিতে যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠান থেকেই তিনি ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল করেন ৷ তাঁর প্রশ্ন, একই দেশে কি দু’টি আইন থাকতে পারে ?

PM Modi on UCC
PM Modi on UCC

ভোপাল, 27 জুন: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশে বিজেপির একটি কর্মসূচি থেকে তিনি প্রশ্ন তোলেন, একই দেশে কীভাবে দু’টি আইন থাকতে পারে, যখন দেশের সংবিধানে সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে ?

এ দিন মধ্য প্রদেশের ভোপালে আয়োজন করা হয়েছিল ‘মেরা বুথ, সবসে মজবুত’ নামে বিজেপির একটি কর্মসূচি ৷ সেই কর্মসূচিতেই ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘সদস্যদের জন্য দু’টি ভিন্ন নিয়ম থাকলে কি একটি পরিবার কাজ করতে পারবে ? তাহলে দেশ চলবে কীভাবে ? আমাদের সংবিধানও সকল মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয় ৷’’

দেশের আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশবাসীর মতামত চাওয়া হয়েছে ৷ তার পর থেকেই জল্পনা ছড়িয়েছে যে কেন্দ্রের মোদি সরকার শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে এই ইস্যুতে মোদি মন্তব্য করে পুরো বিষয়টি নিয়ে জল্পনা আরও বৃদ্ধি করলেন ৷ পাশাপাশি এই নিয়ে যে জল্পনা চলছে, তাও উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, ইউনিফর্ম সিভিল কোডের নামে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে ।

তোষণের রাজনীতি নিয়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তিনি বলেন, ‘‘তোষণের রাজনীতি অনেক লোককে পিছনে ফেলেছে ৷ যার মধ্যে পাশমান্দা মুসলিমও রয়েছে । পাসমান্দা মুসলিমরাও রাজনীতির শিকার হয়েছে । কিছু লোক দেশ ভাঙার জন্য তোষণের রাজনীতি ব্যবহার করছে । বিজেপি ক্যাডারের উচিত মুসলিমদের কাছে গিয়ে বোঝানো, যাতে তারা এই জাতীয় রাজনীতির শিকার না হয় ৷" তিনি আরও বলেন, "তারা (বিরোধীরা) যদি সত্যিই মুসলিমদের সমর্থক হতো, তাহলে মুসলিম ভাইয়েরা দরিদ্র বা বঞ্চিত হতো না...সুপ্রিম কোর্টও ইউসিসি বাস্তবায়নের কথা বলেছে । কিন্তু এই মানুষগুলো (বিরোধীরা) শুধু ভোটব্যাংকের জন্য ক্ষুধার্ত ।"

আরও পড়ুন: 'ইউনিফর্ম সিভিল কোড বিল বিজেপিকেই বিপদে ফেলবে', হুঁশিয়ারি জহরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.