ETV Bharat / state

Abhishek Banerjee: দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভালো মানুষকে প্রার্থী করা প্রয়োজন, তৃণমূলের নবজোয়ারের আগে জানালেন অভিষেক

author img

By

Published : Apr 24, 2023, 5:37 PM IST

Updated : Apr 24, 2023, 6:44 PM IST

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্য়ে দু’মাসের কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে সোমবার তিনি কোচবিহার গেলেন ৷ সেখান থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত চলবে তাঁর কর্মসূচি ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে নবজোয়ার আনতে সোমবার কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়ে গেলেন, এই ধরনের কর্মসূচি ভারতীয় রাজনীতিতে এই প্রথমবার নেওয়া হল ৷ এতদিন নিজের ভোট নিজে দিন, এই স্লোগান শোনা গিয়েছে ৷ এবার মানুষ নিজেই নিজের প্রার্থী বাছবেন ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলার শাসক দলের তরফে নতুন এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচিতে আগামিকাল, মঙ্গলবার থেকে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন৷ যার সূচনা হচ্ছে কোচবিহার থেকে ৷ সেই কারণেই আজ, সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা ৷ আগামী দু’মাস তাঁর এই কর্মসূচি চলবে ৷ কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরবেন অভিষেক ৷

এই নিয়ে এদিন অভিষেক বলেন, ‘‘কাকতালীয়ভাবে আজই জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস ৷ আমি কোচবিহার থেকে আজ এই প্রচারাভিযান শুরু করব ৷ প্রথমে আমি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সরাসরি দিনহাটায় যাব ৷’’ একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে কেন কোচবিহার থেকে তিনি এই কর্মসূচি শুরু করছেন ৷ তিনি জানান, বাংলাদেশ সীমান্তে একেবারে শেষ গ্রাম থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করতে চলেছেন ৷ একই সঙ্গে বাংলাকে উত্তর ও দক্ষিণবঙ্গে ভাগ করার তিনি বিরোধী বলে অভিষেক দাবি করেন ৷

পাশাপাশি কেন এই কর্মসূচি, তা আবারও এদিন ব্যাখ্যা করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসহীন এবং রক্তপাতহীন যে নির্বাচনের কথা বারবার বলি ৷ সেটা তখনই সম্ভব, যখন ভালো মানুষকে আমরা প্রার্থী হিসেবে নির্বাচন করতে সক্ষম হই ৷ সেই কারণেই আমরা মানুষের কাছে যাচ্ছি, যে আমার বুথে কে প্রার্থী হবে, সেটা আমি ঠিক করব ৷ ভারতে প্রথমবার মানুষকে সেই অধিকার আমরা দিতে চাই ৷’’ এই কর্মসূচি আগামিদিনে বাংলা সারা ভারতকে পথ দেখাবে বলে তিনি মনে করেন ৷

একদিকে অভিষেক যখন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছেন, সেই সময় জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সলতে পাকানোর প্রয়াস কিছুটা হলেও দেখা গেল নবান্নে ৷ এদিন রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷

এই নিয়ে অভিষেকের বক্তব্য, সাংবিধানিক কাঠামো মেনে দু’টি রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করতেই পারেন ৷ আর জাতীয় ক্ষেত্রে বিরোধী জোট নিয়ে অভিষেকের বক্তব্য, এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলকে যে পথে এগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন, সেই পথেই এগোবেন তাঁরা ৷

আরও পড়ুন: তৃণমূলের জনসংযোগ যাত্রার সাফল্যে মানুষের আশীর্বাদ চান মমতা, 'দিদি'কে ধন্যবাদ অভিষেকের

Last Updated : Apr 24, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.