ETV Bharat / state

Abhishek Banerjee: 'সত্যের সঙ্গে থাকুন', নতুন বছরের প্রথম দিনে আন্দোলনরত চাকরি প্রার্থীদের বার্তা অভিষেকের

author img

By

Published : Jan 1, 2023, 11:02 PM IST

রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ এদিন আন্দোলনরত চাকরি প্রার্থীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

ETV Bharat
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা

কলকাতা, 1 জানুয়ারি: আগে নিয়োগের দাবিতে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে করেছিলেন তিনি । তারপরে অনেকটা সময় কেটে গেলেও এখনও অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা (SSC job aspirants in agitation) । রবিবার বছরের প্রথম দিনে এই চাকরিপ্রার্থীদের ব্যবহার করে বিরোধীদের রাজনীতি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

এদিন তৃণমূল ভবনে দলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের এক হাত নিয়েছেন অভিষেক । পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস ও সরকার চায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সকলেরই চাকরি হোক । তবে, রাজনীতির বোরে হচ্ছেন চাকরি প্রার্থীরা এমনটা বুঝিয়ে দিয়ে অভিষেকের আবেদন,"সত্যের সঙ্গে থাকুন" । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, সরকারের সদিচ্ছা সত্ত্বেও চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়ার পিছনে রয়েছে কিছু মামলাবাজ রাজনৈতিক নেতা এবং বিচার বিভাগের একাংশ (Abhishek Banerjee gives message to ssc job aspirants)।

আরও পড়ুন: মমতার মধ্যে ঈশ্বরকে দেখতে পায় ওরা, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

এদিন ঠিক কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা একবার দেখে নেওয়া যাক । তিনি বলেন, "চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে আমি কী বলতে পারি ! সবটাই একটা আইনি জটিলতার মধ্যে আটকে আছে । এ বিষয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান যা বলার বলেছেন । দলীয় তরফ থেকে আমার সীমাবদ্ধ ক্ষমতা এবং এক্তিয়ারের মধ্যে যেখানে যতটুকু করার আমি করেছি । আমাদের সরকার এবং দলের তরফ থেকে বারবার একটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে, যাঁরা যোগ্য তাঁদের সবার চাকরি হোক । কিন্তু আইনি জটিলতার জন্য একটা মিডিয়া স্পেক্টাকেল তৈরি করার চেষ্টা হচ্ছে । কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে সেই বন্ধনীর বাইরে আর বেরোতে পারছেন না । আর তাই দিনের পর দিন যাতে তারা খবরে থাকতে পারেন, একটা খবরকে কেন্দ্র করে সন্ধ্যায় যাতে আলোচনা হয় তার চেষ্টা হচ্ছে । এই যদি কারও লক্ষ্য থাকে, আমি চাকরি প্রার্থীদের বলব এই বছরে আপনাদের নিজেদেরকে সংকল্প নিতে হবে আপনারা সত্যের সঙ্গে থাকুন ।

অভিষেক আরও বলেন, সরকার চায় আপনাদের চাকরি হোক । তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সেই লক্ষ্যে সরকার একটার পর একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । সিপিএমের কয়েকজন আইনজীবীও আছেন এবং বিচারব্যবস্থাও... আপনারা জানেন কী চলছে...। আমি কারও নাম বলতে চাই না, তবে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে নিজে সংবাদমাধ্যমের আলোয় আলোকিত হতে চাওয়া যদি কারও লক্ষ্য হয়ে থাকে তাহলে কোনও মানুষ বিচার পাবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.