ETV Bharat / state

Ahiritola Building Collapse : টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ

author img

By

Published : Sep 29, 2021, 9:43 AM IST

Updated : Sep 29, 2021, 12:36 PM IST

টানা বৃষ্টির কারণে গতকাল রাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, ভোর রাতের দিকে তাঁরা কোনও কিছু ভেঙে পড়ার শব্দ পান ৷ প্রথমদিকে তাঁরা আমল দেননি ৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান ৷ তারাই পুলিশে খবর দেয় ৷

টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ
টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ

কলকাতা, 29 সেপ্টেম্বর : রাত থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে ধসে পড়ল পুরানো বাড়ির একাংশ ৷ ঘটনাস্থল 10 নম্বর আহিরীটোলা স্ট্রিট । সেইসময় বাড়ির লোকেরা ঘরেই ছিল ৷ ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে যায় এক শিশু সহ বেশ কয়েকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় জোড়াবাগান থানার পুলিশ আধিকারিকরা । পুলিশ জানিয়েছে, শিশু সহ আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে ৷ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ৷ গত সপ্তাহের বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা জলের তলায় চলে যায় ৷ সেই জল এখনও সরেনি ৷ তার মধ্যেই ফের ঘূর্ণাবর্ত ৷ যার জেরে কাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে ৷ বৃষ্টিতে পুরানো বাড়িগুলির অবস্থা আরও খারাপ ৷ বিশেষ করে উত্তর কলকাতার দিকেই বেশিরভাগ পুরানো বাড়িগুলি রয়েছে ৷ আর এই টানা বৃষ্টির কারণে গতকাল ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, ভোর রাতের দিকে তাঁরা কোনও কিছু ভেঙে পড়ার শব্দ পান ৷ প্রথমদিকে তাঁরা আমল দেননি ৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান ৷ তারাই পুলিশে খবর দেয় ৷

আরও পড়ুন,Weather Forecast : কলকাতায় মধ্যরাত থেকে চলছে বৃষ্টি, তিন জেলায় জারি লাল সতর্কতা

বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে ভিতরেই আটকে পড়েন কয়েকজন ৷ তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থানে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী । আটকে পড়া বাসিন্দাদের ওখান থেকে বের করে নিয়ে আসা হয় ৷ পরে ঘটনাস্থানে পৌরসভার আধিকারিকরা এসে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে ফেলে । ঘটনাস্থানে দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন । তিনি বলেন, কেউ আর আটকে আছে কি না তা খুঁজে দেখছে দমকল । যদিও জোড়াবাগান থানা সূত্রের খবর আটকে থাকা প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে ৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাও আর কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখছে দমকল বাহিনী ও ডিএমজির আধিকারিকরা । এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বলে জানা যাচ্ছে ।

Last Updated : Sep 29, 2021, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.