ETV Bharat / state

শহিদ দিবসের পালটা BJP- র প্রহসন দিবস পালন , গ্রেপ্তার 5 BJP কর্মী

author img

By

Published : Jul 22, 2020, 2:31 AM IST

Updated : Jul 22, 2020, 4:01 AM IST

একুশে জুলাই ৷ তৃণমূলের তরফে প্রথাগতভাবে পালন করা হচ্ছে শহিদ দিবস ৷ তার পালটা প্রহসন দিবস পালন করতে গিয়ে আজ পুলিশের হাতে গ্রেপ্তার হয় 5 BJP কর্মী ৷

5-bjp-worker-arrested-in-kolkata-for-celebrating-comedy-day-instead-of-tmc-martyr-day
শহিদ দিবসের পালটা BJP- র প্রহসন দিবস পালন , গ্রেপ্তার 5 BJP কর্মী

কলকাতা, 21 জুলাই : দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন আজ একুশে জুলাই রাজ্যজুড়ে প্রহসন দিবস হিসেবে পালন করা হবে । সেইমতো আজ আমহার্স্ট্রিট ও কলেজস্ট্রিটে উত্তর কলকাতা জেলা BJP - র পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় । এই বিক্ষোভে BJP - র 5 জন কর্মীসমর্থককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ।

মূলত, তৃণমূলের পক্ষ থেকে আজ প্রথাগতভাবে একুশে জুলাই শহিদ দিবস পালন করা হচ্ছে । কিন্তু যে সমস্ত শহিদরা বলিদান দিয়েছে তাদের কোনও খোঁজ রাখেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শহিদদের নিয়ে রাজনীতি করেছেন তিনি । এমনটাই দাবি BJP - র ।

শহিদ দিবসের পালটা BJP- র প্রহসন দিবস পালন , গ্রেপ্তার 5 BJP কর্মী

উত্তর কলকাতার BJP - র জেলা সভাপতি শিবাজী সিংহ রায় বলেন, " শহিদদের নামে তৃণমূল রাজ্যজুড়ে রাজনীতি করছে । আমাদের রাজ্য সভাপতি আগামীকালই ঘোষণা করেছিলেন আজ রাজ্যজুড়ে প্রহসন দিবস পালন করার জন্য । সেই নির্দেশ মেনেই উত্তর কলকাতা জেলা BJP - র পক্ষ থেকে প্রহসন দিবস পালন করা হল । কিন্তু আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় । আমাদের 5 জন কার্যকর্তাকে গ্রেপ্তার ও তাদের উপর লাঠিচার্জ করে । আমরা পুলিশের এই কাজের তীব্র নিন্দা জানাই । "

Last Updated : Jul 22, 2020, 4:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.