ETV Bharat / state

BF.7 Detected In WB: রাজ্যে হদিশ মিলল চার বিএফ.7 আক্রান্তের ! সকলেই বিদেশফেরত, জানাল স্বাস্থ্য দফতর

author img

By

Published : Jan 4, 2023, 9:15 PM IST

Updated : Jan 4, 2023, 9:43 PM IST

Etv Bharat
Etv Bharat

রাজ্যে হদিশ মিলল চার বিএফ.7 আক্রান্তে হদিশ (4 Cases Of Omicron Subvariant BF7 Detected In West Bengal) । জানা গিয়েছে, চারজনেই বিদেশ থেকে এসেছেন । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদের একজনের বাড়ি কলকাতার রাজারহাট এলাকায় এবং বাকি তিনজন নদিয়ার বাসিন্দা । এমনকী এই তিনজন একই পরিবারের সদস্য । তবে বর্তমানে সকলেই করোনা নেগেটিভ ।

কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যে হদিশ মিলল চার বিএফ.7 আক্রান্তে হদিশ (4 Cases Of Omicron Subvariant BF7 Detected In West Bengal) । জানা গিয়েছে, চারজনেই বিদেশ থেকে এসেছেন । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদের একজনের বাড়ি কলকাতার রাজারহাট এলাকায় এবং বাকি তিনজন নদিয়ার বাসিন্দা । এমনকী এই তিনজন একই পরিবারের সদস্য । তবে বর্তমানে সকলেই করোনা নেগেটিভ ।

বিদেশ ফেরত সকলেরই জিনোম সিকোয়েন্স টেস্ট করা হচ্ছে । তেমনই কল্যাণীতে 27 ডিসেম্বর মোট 39 জনের রিপোর্ট পাঠানো হয়েছিল । সোমবার তাদের মধ্যে এই 4 জন বিএফ.7-এ আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে । একই সঙ্গে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা 22 জনের সংস্পর্শে এসেছিলেন । নদিয়ার ওই 3 বাসিন্দা 33 জনের সংস্পর্শে এসেছিলেন । তবে এরা কেউই এখন আর আক্রান্ত নন । এমনকী বর্তমানে এই 4 জনেরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।

এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, “জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার পর জানা গিয়েছে 4 জন বিএফ.7 ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন । তবে তাঁরা এখন পুরোপুরি সুস্থ । তাঁদের সংস্পর্শে আসা লোকজনেরও কিছু হয়নি । রাজ্যে এখনও দৈনিক আক্রান্ত 10-এর নীচে । তাই নতুন স্ট্রেন নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই ।”

আরও পড়ুন: আগামী একমাস গুরুত্বপূর্ণ তবে কোভিড নিয়ে উদ্বেগের কারণ নেই, জানালেন মান্ডব্য

প্রসঙ্গত, ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারত । প্রতিটি রাজ্যকে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি করতে বলা হয়েছে ৷ সম্প্রতি হাসপাতালগুলির প্রস্তুতি যাচাই করতে মক ড্রিলের ব্যবস্থা করা হয় ৷ যেখানে প্রতিটি হাসপাতালের কোভিড শয্যা, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী রয়েছেন কি না, তা যাচাই করা হয়েছে ৷

কয়েকদিন আগেই আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যবস্থা করতে বলা হয়েছিল ৷ পাশাপাশি, প্রতিটি মেডিক্যাল অক্সিজেন প্লান্টে উৎপাদন ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতিও নিয়ন্ত্রণে । বুধবার 4 জনের দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার পরও আরেক দফা বৈঠক হয়েছ । তবে এখনও পর্যন্ত স্বস্তিতেই রয়েছে বাংলা, দাবি স্বাস্থ্য দফতরের ।

প্রসঙ্গত, চিন-সহ একাধিক দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ 7 (BF 7) সংক্রমণের বাড়বাড়ন্তের পর, ভারত সরকারের তরফে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, চিন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং তাইল্যান্ডের মতো দেশে করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি ৷ সেই সব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে ৷

আরও পড়ুন: চিন-সহ 6 দেশ থেকে ভারতে আসতে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট, নির্দেশ কেন্দ্রের

Last Updated :Jan 4, 2023, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.