STF Arrests ISI Agent: কালিম্পং থেকে ধৃত 'আইএসআই চর', এসটিএফ-এর অভিযানে সাফল্য

author img

By

Published : Sep 24, 2022, 2:17 PM IST

Updated : Sep 24, 2022, 4:23 PM IST

STF Arrests Alleged ISI Agent from Kalimpong

পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর চর সন্দেহে পীর মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ তাঁকে কালিম্পং (Kalimpong) থেকে পাকড়াও করা হয় ৷ রাজ্য পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF Arrests ISI Agent) পীর মহম্মদকে গ্রেফতার করেছে ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ ধৃতের নাম পীর মহম্মদ ৷ ভবানী ভবন (Bhabani Bhawan) সূত্রে খবর, কালিম্পং (Kalimpong) থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় ৷ তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF Arrests ISI Agent) ৷ ধৃতকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷

প্রাথমিক তদন্তে এসটিএফ-এর অনুমান, গুপ্তচরবৃত্তি করার জন্য এই রাজ্যে ঘাঁটি গেড়েছিলেন পীর মহম্মদ ৷ তাঁর সঙ্গে আইএসআই-এর নিয়মিত যোগাযোগ ছিল ৷ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আইএসআই ও পাক সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি ৷ ধৃতের কাছ থেকে একাধিক নথি, বই, রাজ্যের বিভিন্ন এলাকার মানচিত্র, একাধিক সিমকার্ড, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ডায়েরিও ৷ এই সব নথি খতিয়ে দেখলে পীর মহম্মদ ও তাঁর কাজকর্ম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন রাজ্য পুলিশ গোয়েন্দারা ৷

আরও পড়ুন: আল কায়দা যোগের অভিযোগে এসটিএফের জালে ডায়মন্ড হারবারের দুই যুবক

ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে এই ব্যক্তির খোঁজ চলছিল ৷ প্রশাসনের এই তৎপরতা সম্ভবত অজানা ছিল না পীর মহম্মদেরও ৷ গ্রেফতারি এড়াতে ভারতের নানা রাজ্য়ে ঘুরে বেড়াতেন তিনি ৷ ব্যবহার করতেন একাধিক ছদ্ম নাম ও নকল পরিচয় ৷ তবে, শেষ পর্যন্ত তাতে কোনও লাভ হল না ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, মোবাইল ফোনগুলি পরীক্ষা করে দেখবেন এসটিএফ-এর গোয়েন্দারা ৷ প্রয়োজনে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷

এসটিএফ-এর দাবি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভাব জমাতে অভিনব উপায় অবলম্বন করেছিলেন পীর মহম্মদ ৷ এলাকার বিভিন্ন লোকজনকে সহজে ঋণ পাইয়ে দিতেন তিনি ৷ ঋণের ব্যবসার আড়ালেই চলত গুপ্তচরবৃত্তি ৷ গোয়েন্দাদের আশঙ্কা, রাজ্য়ের বিভিন্ন এলাকায় নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা ছিল পীর মহম্মদের ৷ তাঁর মোবাইল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবিও উদ্ধার করা হয়েছে ৷ এছাড়াও মিলেছে একাধিক পাকিস্তানি ফোন নম্বর ৷ মূলত ইন্টারনেটের মাধ্যমেই ওই মোবাইল নম্বরগুলির সঙ্গে যোগাযোগ করতেন পীর মহম্মদ ৷ তবে, এই বিষয়ে আরও তথ্য পেতে পীর মহম্মদকে জেরা করা দরকার ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে এসটিএফ ৷

Last Updated :Sep 24, 2022, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.