কালিম্পংয়ে করোনা চিকিৎসায় সেফ হোম প্রশাসনের

author img

By

Published : May 10, 2021, 7:38 PM IST

কালিম্পংয়ে করোনা চিকিৎসায় সেফ হোম প্রশাসনের

প্রথম অবস্থায় 50 টি বেড নিয়ে এই সেফ হোম তৈরি করা হচ্ছে । তার মধ্যে পাঁচটি বেড রাখা থাকছে জরুরি প্রয়োজন যাঁদের, সেই সমস্ত রোগীদের জন্য । সেগুলিতে থাকবে অক্সিজেনের ব্যবস্থাও ।

কালিম্পং, 10 মে : পাহাড়ে ক্রমশ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন সেফ হোম তৈরির উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর ও কালিম্পং পুরসভা । পাহাড়ে ক্রমশ সংক্রমণ বেড়ে চলায় চিকিৎসার জন্য পাহাড়ের ত্রিবেণী কোভিড হাসপাতালের ওপর চাপ কমাতে কালিম্পংয়ের গর্ভমেন্ট পলিটেকনিক কলেজকে অধিগ্রহণ করে সেফ হোম তৈরি করা হয় ।

প্রথম অবস্থায় 50 টি বেড নিয়ে এই সেফ হোম তৈরি করা হচ্ছে । তার মধ্যে পাঁচটি বেড রাখা থাকছে জরুরি প্রয়োজন যাঁদের, সেই সমস্ত রোগীদের জন্য । সেগুলিতে থাকবে অক্সিজেনের ব্যবস্থাও । কালিম্পং জেলা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে ওই সেফ হোম চলবে । প্রতিদিন কালিম্পং জেলা হাসপাতালের চিকিৎসক দু’বার করে সেফ হোমে ভিজিট করবেন ।

আরও পড়ুন : 7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে

কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, "দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । সংক্রমিতদের চিকিৎসার জন্য সেফ হোম তৈরি করা হল । তাতে ত্রিবেণী হাসপাতালের উপর চাপ কমবে । পরবর্তীতে প্রয়োজনে বেডের সঙখ্যা বাড়ানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.