কালিম্পংয়ে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বিধায়ক রুদেন সাদা লেপচা

author img

By

Published : Jun 5, 2021, 10:11 PM IST

কালিম্পংয়ে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বিধায়ক রুদেন সাদা লেপচা

শনিবার সকালে পানীয় জলের সমস্যা বুঝতে পাহাড়ি রাস্তায় কয়েক কিলোমিটার চলার পর নেওরাভ্যালি সংলগ্ন থুকচুক নামে একটি গ্রামে পৌছন তাঁরা । জলের সমস্যা মেটাতে পাহাড়ের নদীর উৎসস্থল পরিদর্শন করেন তাঁরা । বর্ষার জল ধরে রাখার পাশাপাশি বছরের অন্যান্য সময়ে জল সরবরাহ যাতে স্বাভাবিক রাখা যায় সেই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ।

কালিম্পং, ৫ জুন : দুর্গম পাহাড় । চরাই উতরাই পথ । খাদের ঢাল ধরে কয়েক কিলোমিটার পাহাড়ি রাস্তায় কয়েক ঘন্টার সফর । সবটাই পাহাড়বাসীর জন্য । কালিম্পংয়ের পানীয় জলের সমস্যা আজকের নয় । শুরু থেকেই তীব্র জলের সংকোটে ভুগে চলেছে কালিম্পংবাসী । আর এবার সেই সমস্যা সমাধানে কোমর বেঁধে ময়দানে নেমেছেন নবনির্বাচিত বিধায়ক রুদেন সাদা লেপচা । সঙ্গে কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান সহ পুর আধিকারিক ও অনুগামীরা ।

শনিবার সকালে পানীয় জলের সমস্যা বুঝতে পাহাড়ি রাস্তায় কয়েক কিলোমিটার চলার পর নেওরাভ্যালি সংলগ্ন থুকচুক নামে একটি গ্রামে পৌছন তাঁরা । জলের সমস্যা মেটাতে পাহাড়ের নদীর উৎসস্থল পরিদর্শন করেন তাঁরা । বর্ষার জল ধরে রাখার পাশাপাশি বছরের অন্যান্য সময়ে জল সরবরাহ যাতে স্বাভাবিক রাখা যায় সেই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ।

থুকচুক গ্রাম থেকে জলের উৎসস্থলের জায়গাটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শহরে জল সরবরাহ করা সম্ভব তার জন্য একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং খরচের খসরা তৈরি করতে বলেন বিধায়ক ও চেয়ারম্যান । ব্রিটিশ আমল থেকে সেখান থেকে পানীয় জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল । কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেইসব পাইপ লাইনের একাধিক জায়গা খারাপ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ।

পানীয় জলের সমস্যার বিষয় বুঝতে এলাকা পরিদর্শনে বিধায়ক

কোথাও পাইপের উপর পড়ে গিয়েছে শ্যাওলা আবার কোথাও মাটির নীচে চলে গিয়েছে পাইপ । ফলে ব্রিটিশ আমলের সেইসব পাইপ দিয়ে জল যায় না বললেই চলে । অন্তত পাইপ পরিবর্তন করলে কিছুটা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিধায়ক । পানীয় জলের প্রকল্পগুলি জিটিএ কেন দেখাশোনা করবে না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন রুদেন লেপচা ।

আরও পড়ুন :করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

রুদেন সাদা লেপচা বলেন, "এর আগে কারিগরি দফতর একা একা কাজ করত । একইভাবে পুরসভা, জনস্বাস্থ্য কারিগরি, জিটিএ নিজেদের মতো কাজ করত । কোনও দফতরের সঙ্গে কোনও দফতরের যোগাযোগ ছিল না । তাতে সমস্যা আরও বেড়ে গিয়েছে । সেজন্য আমি প্রত্যেক দফতর ও বিভাগের আধিকারিকদের একসঙ্গে সমস্যা সমাধানে এগিয়ে আসার আবেদন করেছি ।" পাশাপাশি বাড়িতে বাড়িতে জল পৌছানোর বিষয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.