Agitation at Jhargram : বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্র অবিলম্বে খোলার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

author img

By

Published : Sep 24, 2021, 7:10 PM IST

villagers agitation at Jhargram DM office demanding reopen radhanagar sub-health center

বন্ধ হয়ে থাকা উপস্বাস্থ্যকেন্দ্র ফের চালুর দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামে জেলাশাসকের কার্যালয়ের সামনে ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্র ফের চালুর দাবি তোলেন বিক্ষোভকারীরা ৷

ঝাড়গ্রাম, 24 সেপ্টেম্বর : ঝাড়গ্রামের রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটি ফের চালুর দাবিতে বিক্ষোভ ৷ ঝাড়গ্রামে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন রাধানগর গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্র চালু না থাকায় তাঁরা করোনার টিকা পাচ্ছেন না ৷ ফলে এলাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে ৷ বিক্ষোভকারীদের সাফ কথা, এরপরও উপস্বাস্থ্যকেন্দ্র চালু না হলে পথ অবরোধ করে যানচলাচল স্তব্ধ করে দেবেন তাঁরা ৷

আরও পড়ুন : Barasat Waterlogging : জল না নামায় বারাসতে বিক্ষোভ

প্রসঙ্গত, জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ শুরু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে রয়েছে রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটি ৷ এমনকী, রাজ্যে পালাবদলের পর এলাকায় মাওবাদীদের উৎপাত বন্ধ হলেও চালু হয়নি এই উপস্বাস্থ্যকেন্দ্রটি ৷ যার ফলে প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হতে হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ৷

আরও পড়ুন : Child Fever : পরিকাঠামোর অভাব, পুরুলিয়া মেডিক্যালের শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের

শুক্রবার সকালে রাধানগর গ্রামের কয়েকশো বাসিন্দা হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে ঝাড়গ্রামে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, উপস্বাস্থ্যকেন্দ্রটি চালু না থাকায় তাঁদের ভীষণ সমস্যা হচ্ছে ৷ সামান্য চিকিৎসার জন্যও অন্যত্র যেতে হচ্ছে ৷ করোনা আবহে সমস্যা আরও বেড়েছে ৷ করোনার টিকা না পেয়ে সংক্রমণের আশঙ্কা বাড়ছে ৷ টিকা নিতে হলে রাধানগর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মোহনপুর গ্রামীণ হাসপাতালে যেতে হচ্ছে তাঁদের ৷ ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা ৷ গ্রামবাসীর বক্তব্য, বহু বছর অপেক্ষা করেছেন তাঁরা ৷ আর অপেক্ষা করা সম্ভব নয় ৷ অবিলম্বে রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটি ফের চালু করতে হবে ৷ তা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.