Sabalamara Primary School : শাবলমারায় অন্ধকারে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা, আন্দোলনে অভিভাবকরা

author img

By

Published : Apr 23, 2022, 4:44 PM IST

Sabalamara Primary School Student Agitation

ঝাড়গ্রামের শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে ৷ তাই সমস্যায় পঞ্চম উত্তীর্ণ খুদে পড়ুয়ার দল ৷ বহু দরবারেও গ্রামের একটি স্কুলে চালু হয়নি উচ্চ প্রাথমিক (Sabalamara Primary School) ৷

ঝাড়গ্রাম, 23 এপ্রিল : অন্ধকারে সাঁওতালি মাধ্যমের খুদে পড়ুয়ারা । অবিলম্বে সাঁওতালি মাধ্যমে উচ্চ প্রাথমিক বিদ্যালয় চালুর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে নামল সাঁওতালি মাধ্যমে কচি পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা ৷ শুক্রবার ঝাড়গ্রামের জামবনি ব্লকের শাবলমারা গ্রামে শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে এমনটাই ঘটেছে । গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলটির প্রধান শিক্ষকের উপস্থিতিতেই স্কুলের দরজায় তালা লাগিয়েছেন আদিবাসী অভিভাবকরা (Santali Medium Education problem in Sabalamara Primary School in Jhargram) ৷

জানা গিয়েছে, শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে । বাংলা মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণির পরীক্ষায় পাশ করে উচ্চ প্রাথমিকের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে । তবে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হলেও উচ্চ প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোথাও ভর্তি হতে পারেনি ।

ডিপিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে জেলাশাসক সকলের কাছেই সাঁওতালি মাধ্যমে উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরির আবেদন জানিয়ে বহুবার দরখাস্ত দিয়েছেন অভিভাবকরা । তাঁদের দাবি, শাবলমারা প্রাইমারি স্কুলের পাশেই শাবলমারা জুনিয়র হাইস্কুল তৈরির কথা ছিল, যা আজও হয়ে ওঠেনি ।

আরও পড়ুন : High Court dismisses plea on Ol Chiki Script Teachers : অলচিকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ, আদালত কক্ষে বিচারপতি-আইনজীবীর বিতণ্ডা

ফলে পঞ্চম পাশ করে তাঁদের ছেলেমেয়েরা বাড়িতেই বসে রয়েছে । প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে সকাল থেকেই তালাবন্ধ করে আটকে রেখেছিলেন উত্তেজিত অভিভাবকেরা । এতে স্কুলের পঠনপাঠন ব্যাহত হয় । এক অভিভাবক পূজা সোরেন বলেন, "আমাদের সন্তানরা পঞ্চম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে কোথাও ভর্তি হতে পারছে না । সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠনের কোনও ব্যবস্থা নেই ।" তিনি জানান, উচ্চ প্রাথমিক বিদ্যালয় চেয়ে বহুবার এসআই অফিস, ডিএম অফিসে লিখিত আবেদন জানানো হয়েছে । তারা আশ্বাস দিলেও কোনও পদেক্ষপ করেননি । অভিভাবকের ক্ষোভ, "তাই আমরা বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছি । সমস্যার সমাধান না হলে রাস্তা অবরোধও করব ।"

স্কুলের প্রধান শিক্ষক সুশীলকুমার গিরি বলেন, "স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাঁওতালি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা রয়েছে । আমি জানি, এখানে পঞ্চম শ্রেণিতে পাশ করে পড়ুয়ারা কোথাও ভর্তি হতে পারেনি ৷" অভিভাবকদের হয়ে তিনি নিজেও আবেদনপত্র লিখে জমা দিয়েছিলেন ৷ হাল ছেড়ে তিনি জানান, তাঁর কিছু করার নেই ৷ যা করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.