ETV Bharat / state

Md Salim: কমরেড খুনে সবচেয়ে বেশি গাঢ় শুভেন্দুর হাত, বিরোধী দলনেতাকে আক্রমণ সেলিমের

author img

By

Published : Feb 5, 2023, 6:28 PM IST

প্রবীণ বামনেতা মহম্মদ সেলিমের অভিযোগ, নেতাইগণহত্যা কাণ্ডে সিপিআইএম নেতাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ৷ শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ মিলে নিরীহ লোকেদের মিথ্যে মাওবাদী কেসে ফাঁসিয়েছে (Md Salim over Suvendu Adhikari) ৷

Md Salim
মহম্মদ সেলিম

পঞ্চায়েত ভোটের আগে ঝাড়গ্রামে দলীয় কর্মসূচিতে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ঝাড়গ্রাম, 5 ফেব্রুয়ারি: "আমাদের যত কমরেড খুন হয়েছে তার রক্তের দাগ যেমন মাওবাদীদের হাতে, তেমনই তৃণমূলের হাতে ৷ আর সবচেয়ে বেশি গাঢ় হয়ে আছে শুভেন্দুর হাতে" শনিবার ঝাড়গ্রামে সিপিআইএমের আলোচনাসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা সম্পর্কে এমন মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ তাই ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে সিপিআইএমের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় ৷ সেখানে মূল বক্তা ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

শনিবার প্রবীণ বামনেতা বলেন, "আজ যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, তেমনই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচা হয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে এই শুভেন্দু বলেছিল, 'লাল ঝান্ডা নিয়ে দাপাদাপি করবে না' ৷ মমতার হয়ে মাওবাদীদের তিনি ডেকে নিয়ে এসেছিলেন ৷" সিপিআইএমের রাজ্য সম্পাদক আরও জানান, বিজেপি মাওবাদীদের সন্ধান দিয়েছিল ৷ তখন শুভেন্দু অর্ধেক আরএসএস এবং অর্ধেক তৃণমূলের হয়ে এই জনগণের কমিটিকে দানাপানি খানাপিনা দিয়েছিল ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে আক্রমণ করে তিনি বলেন, "সব শুভেন্দুর হাত দিয়ে হয়েছিল ৷ কিষাণজী এই শুভেন্দুর হাত দিয়ে হয়েছে ৷ আজ সেই শুভেন্দু তৃণমূলের ঝান্ডা দিয়ে বিজেপির নেতাদের জুতো মুছছেন ৷ টাকার জন্য দু'দিন পরে গেরুয়া ঝান্ডা দিয়ে অন্য কারও জুতো মুছবে । এঁদেরকে কেউ বিশ্বাস করবেন না ৷"

আরও পড়ুন: নেতাই গণহত্যায় 3 অভিযুক্তের জামিন ! 'বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে', মন্তব্য ফিরহাদের

সংবাদসূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন তিনি ও ভারতী ঘোষ মিলে নিরীহ মানুষদের মাওবাদী কেস দিয়েছিলেন ৷ এ প্রসঙ্গে প্রবীণ বামনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, "শিক্ষকদের চাকরি চুরি সবচেয়ে বেশি কে করেছে ? এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ৷ আমরা প্রথম থেকে বলছি ৷ পার্থ চট্টোপাধ্যায় এখন যেমন জেলে রয়েছেন, শুভেন্দুরও তেমন জেলে থাকা উচিত ৷" কিন্তু শুভেন্দু অধিকারীকে ইডি, সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ধরবে না ৷ কারণ হিসেবে মহম্মদ সেলিম বলেন, "তিনি (শুভেন্দু অধিকারী) এখন গেরুয়া ঝান্ডা ধরেছেন, নিজেকে বাঁচাবার জন্য ৷ তাই কেউ ধরবে না ৷ তিনি অন্যকে কী বাঁচাবেন ?"

তবে বর্ষীয়ান নেতা কটাক্ষ করেন, "চিরকাল বিজেপি সরকারও থাকবে না ৷ আর শুভেন্দুও চিরকাল বিজেপিতে থাকবে না ৷ এখন শুভেন্দুকে ঠিক করতে হবে, তিনি কবে তৃণমূলে যাবেন ৷ নাহলে অভিষেককে ঠিক করতে হবে, তিনি কবে বিজেপিতে যাবেন ৷" নেতাই গণহত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট ৷ এই নির্দেশ প্রসঙ্গে সেলিম বলেন, "সিপিআইএম নেতারা চক্রান্তের শিকার ৷ বিজেপি, তৃণমূল, মাওবাদী একসঙ্গে মিলে সিপিআইএম কর্মীদের খুন করেছে ৷ তেমনই ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ৷ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.