ETV Bharat / state

Athletic Overcome Obstacles: পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটা পা, প্রতিবন্ধকতাকে জয় করে দেশকে স্বর্ণপদক উপহার

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 9:22 PM IST

Etv Bharat
দেশকে স্বর্ণপদক উপহার সুমন্তর

ঝাড়গ্রামের সুমন্ত মুর্মু ৷ পথ দূর্ঘটনায় একটি পা হারিয়েছেন ৷ এক পা-য়ে ভর করে উঠে দাঁড়িয়েছেন ৷ চলতি মাসে থাইল্যান্ডের পাটায়াতে অনুষ্ঠিত 16তম ওয়ার্ল্ড ড্রাগন বোট রেসিং চ্যাম্পিয়নশিপ-2023 ৷ তাতেই দেশের হয়ে অংশগ্রহণ করে দেশকে সোনা ও ব্রঞ্জের পদক এনে দিয়েছেন ৷

প্রতিবন্ধকতাকে জয় করে দেশকে স্বর্ণপদক উপহার সুমন্তর

ঝাড়গ্রাম, 24 অগস্ট: পথ দুর্ঘটনায় বাদ গিয়েছে একটি পা ৷ তাতেও স্বপ্ন দেখা ছাড়েননি ঝাড়গ্রামের উত্তর বামদার বাসিন্দা সুমন্ত মুর্মু ৷ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন সফল না-হলেও থেমে থাকেননি তিনি ৷ পথ বদলেছে তাঁর স্বপ্ন ৷ চলতি মাসেই তাইল্যান্ডের পাটায়াতে অনুষ্ঠিত 16তম ওয়ার্ল্ড ড্রাগন বোট রেসিং চ্যাম্পিয়নশিপ-2023-তে অংশ গ্রহণ করেছিলেন ভারতের হয়ে ৷ সেখান থেকেই দেশকে এনে দিয়েছেন সোনা ও ব্রোঞ্জের পদক ৷

বছর 37-এর সুমন্ত ছোট থেকেই ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত এলাকায় । যেকোনও স্কুল স্পোর্টসে সুমন্ত অংশগ্রহণ ছিল নজরকাড়া ৷ কাজের পাশাপাশি পর্বত আরোহন ছিল সুমন্ত’র নেশা ৷ একটি সংস্থার কাছ থেকে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিয়ে ছিলেন । মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন নিয়ে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে একটি সংস্থা থেকে পাহাড়ে চড়ার দু'মাসের কোর্স করেন । হিমাচল প্রদেশের মাউন্ট রামজাক (6918 মিটার) পর্বতশৃঙ্গ জয়লাভ করে পর্বতশৃঙ্গ জয়ের স্বাদ পায় সুমন্ত । কিন্তু 2017 সালের 13 নভেম্বর সুমন্তর জীবনে নেমে আসে অন্ধকার । ডেবরার কাছে ট্রলারের ধাক্কায় সুমন্তর ডান পা হাঁটু থেকে কাটা পড়ে । মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় । দমে থাকেননি তিনি ৷ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে থাকেন ৷

আরও পড়ুন: যাদবপুরের তদন্তে অসহযোগিতা করছেন ধৃত জয়দীপ ঘোষ, আদালতে দাবি পুলিশের

জানতে পারেন প্রতিবন্ধীদের জন্য জাতীয়স্তরে বিভিন্ন খেলা রয়েছে । ফিরে আসার পর রাজ্যস্তরের বিভিন্ন খেলায় শট-পুট, জ্যাভলিং, ডিসকাস এই তিনটি খেলায় প্রথম স্থান অধিকার করে 3টি সোনার মেডেল পেয়েছিলেন । এই জয় মনোবল বাড়িয়ে দিয়েছিল ৷ সুমন্ত যোগাযোগ করেন বেঙ্গল ড্রাগন বোর্ড এন্ড ট্রেডিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে । প্যারা ড্রাগন বোর্ডের জন্য বাংলা দলের জন্য নির্বাচিত হন সুমন্ত । তারপর চলতি বছরের মার্চ মাসে বিহারে মাতিহারীতে অনুষ্ঠিত জাতীয় স্তরের ড্রাগন বোট প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক নিয়ে আসেন ৷

তারপরেই সুমন্ত ড্রাগন বোট ইন্ডিয়া এন্ড ট্রেডিশনাল স্পোর্টস ফেডারেশনের সদস্য নির্বাচিত হন জাতীয় দলের হয়ে খেলার জন্য । চলতি মাসের 7 থেকে 13 অগস্ট তাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত হয়েছিল 16তম ওয়ার্ল্ড ড্রাগন বোর্ড রেসিং চ্যাম্পিয়নশিপ 2023 । 2000 মিটার পিডি-1 ড্রাগন বোট রেসিং ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে ভারত । 2000 মিটার পিডি-2 মিক্স ক্যাটাগরিতে তে কানাডা , ফিলিপিন্সকে হারিয়ে প্রথম হয় ভারত । এই প্রতিযোগিতাতেই দেশের জন্য স্বর্ণপদক জয় লাভ করে সুমন্ত ও তাঁর দল । এই প্রতিযোগিতায় ভারত একটি স্বর্ণপদক, একটি রুপোর পদক ও দু’টি ব্রোঞ্জ পদক জয় লাভ করে ।

আরও পড়ুন: হারবে প্রতিবন্ধকতা ! ডাউন সিনড্রোম দিবসে সাফল্য ছোঁয়ার শপথ আক্রান্তদের

সুমন্ত বলেন, "মাউন্ট এভারেস্ট জয় করা আমার স্বপ্ন ছিল । তারমধ্যে পথ দুর্ঘটনায় আমার ডান-পা কাটা পড়ে । মানসিকভাবে ভেঙে পড়েছিলাম । তাই আমি সর্বদা ভাবতাম একটা সাধারণ মানুষ যা দেশের জন্য করতে পারে তা একজন প্রতিবন্ধী মানুষ কেন করতে পারবে না । এবার দেশের হয়ে আমি খেলতে পেরে স্বর্ণপদক দেশের জন্য নিয়ে এসেছি এটা আমার কাছে খুবই গর্বের বিষয় ।"

সুমন্তের মা মালতী মুর্মু বলেন, "ছেলে ছোট থেকেই খেলাধুলা খুব ভালোবাসত । তার মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন । ছিল কিন্তু পথ দুর্ঘটনায় তার জীবনটা বদলে যায় । আমি সব সময় ছেলেকে বলতাম কখনও ভেঙে পড়বি না ৷ একজন সাধারণ মানুষ যা করতে পারে তুইও তাই করতে পারবি। আর ছেলে দেশের জন্য স্বর্ণপদক জয়লাভ করে এনেছে আজ আমি খুব আনন্দিত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.