ETV Bharat / state

JU Student Death: যাদবপুরের তদন্তে অসহযোগিতা করছেন ধৃত জয়দীপ ঘোষ, আদালতে দাবি পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 4:17 PM IST

Updated : Aug 24, 2023, 7:23 PM IST

Jadavpur Student Death Probe: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর তদন্তে অসহযোগিতা করছেন ধৃত জয়দীপ ঘোষ ৷ আদালতের সামনে আজ এমনই দাবি করল পুলিশ ৷

JU Student Death
যাদবপুরের ছাত্রমৃত্যুতে ধৃত জয়দীপ ঘোষ

কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের হাতে ইতিমধ্যেই 13 জন গ্রেফতার হয়েছেন । তাঁদের মধ্যে অন্যতম সৌরভ চৌধুরী এবং জয়দীপ ঘোষ । হেফাজতে থাকা জয়দীপ ঘোষকে আজ ফের আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় । আদালতে পুলিশের তরফে জানানো হয় যে, তদন্তে সহযোগিতা করছে না জয়দীপ ৷ আদালত জয়দীপকে ফের 5 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ৷

ঘটনার দিন কার কথায় হস্টেলের মেন গেট বন্ধ করে দিয়েছিল জয়দীপ ? এছাড়াও গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে এবং ঘটনার দিন ওই পড়ুয়ার সঙ্গে কী কী অত্যাচার হয়েছে, সেই বিষয়ে তদন্তে জয়দীপ একেবারেই সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ ফলে জয়দীপকে ফের নিজেদের হেফাজতে চেয়ে এই ঘটনায় তাঁকে জেরা করতে চায় পুলিশ । ধৃত জয়দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353 ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

ঘটনার রাতে অর্থাৎ 9 অগস্ট যখন যাদবপুর থানার পুলিশকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যান, সেই সময় পুলিশকে দেখে গেট বন্ধ করে দেন জয়দীপ ঘোষ । কাজেই পুলিশ বিশ্ববিদ্যালয় ঢুকতে না পেরে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে জানতে পারে, ওই পড়ুয়াকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সঙ্গে সঙ্গে কেপিসি হাসপাতালে পৌঁছান ওই পুলিশকর্মীরা । পুলিশকে কাজে বাধা দেওয়ার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে জয়দীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি তলব রাজভবনে

এছাড়াও গতকাল হস্টেলের দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের অতিরিক্ত পাঁচজন পড়ুয়াকে যাদবপুর থানায় তলব করা হয়েছে । এ দিন দুপুরের পর ওই পড়ুয়ারা যাদবপুর থানায় এসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে । এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন অর্থাৎ 9 অগস্ট রাতে যখন ওই পড়ুয়া হস্টেলের বারান্দার সামনে চিৎকার করছিলেন, সেই সময় হস্টেলের এই সব আবাসিক তাঁর চিৎকার শুনে সেখানে পৌঁছে গিয়েছিলেন ।

মূলত পুলিশ আধিকারিকরা ওই পাঁচজন পড়ুয়ার কাছ থেকে জানতে চাইবেন যে, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সঠিক কী দেখেছিলেন ? এছাড়াও সৌরভ চৌধুরী-সহ অভিযুক্তদের ঘটনার পর কী ভূমিকা ছিল, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই সব পড়ুয়াদের বয়ান নথিভুক্ত করে তদন্তে অগ্রগতি পেতে চাইছে কলকাতা পুলিশ ।

Last Updated :Aug 24, 2023, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.