BJP inner Clash: টেন্ডারের কমিশন নিয়ে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার 16

author img

By

Published : Sep 6, 2022, 10:54 PM IST

BJP INNer Clash

টেন্ডার জমা নিয়ে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ (BJP INNer Clash) ৷ উত্তপ্ত ঝাড়গ্রামের বিনপুর ৷ অভিযুক্ত 16 জনকে পুলিশি হেফাজতের বিচারকের ৷

ঝাড়গ্রাম, 6 সেপ্টম্বর: টেন্ডারের কমিশন নিয়ে বিজেপির গোষ্ঠী দ্বন্ধ (BJP INNer Clash) ৷ তার জেরেই উত্তেজনা ঝাড়গ্রামের বিনপুরে ৷ দুই পক্ষের ইটের আঘাতে আহত 15 ৷ গুরুতর জখম আবস্থায় 3 জনকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ অভিযুক্ত 16 জনকে গ্রেফতার করে আদালেত তুললে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ৷ ঘটনাটি বিনপুর দু'নম্বর ব্লকের হাড়দা গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

জানা গিয়েছে, হাড়দা গ্রাম পঞ্চায়েতে সাবমারসাবল পাম্প ও সোলার লাইট নিয়ে 30 লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়েছিল । টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার । সেইমতো টেন্ডারের কমিশন ঠিক না হওয়া পর্যন্ত টেন্ডার জমা দিতে চাওয়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয় । জানা গিয়েছে, বিজেপি কর্মী রাজেশ মণ্ডল ও অপর এক বিজেপি কর্মী রজত ঘোষের সঙ্গে সংঘর্ষ বাঁধে। টেন্ডারের কমিশন ঠিক না হওয়া পর্যন্ত কেউ টেন্ডার জমা দিতে পারেবে না ৷ তা নিয়েই দুই বিজেপি সমর্থকের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিনপুর থানার বিশাল পুলিশবাহিনী ।

বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার 16

আরও পড়ুন: জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত আট

ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়ায় । জানা গিয়েছে, সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে পুলিশ । উভয়পক্ষ ঘটনার লিখিত অভিযোগ জানাই বিনপুর থানায় । লিখিত অভিযোগের ভিত্তিতে রাজেশ মন্ডলের গোষ্ঠীর ছয় জন এবং রজত ঘোষের গোষ্ঠীর 10 জনকে গ্রেফতার করেছে বিনপুর থানার পুলিশ । ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন, "বিনপুর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে 326 ও 307 ধারায় মামলা রুজু করেছে ৷ 16 জনকে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের কাছে হাজির করলে, বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন ৷ আগামী 13 সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে অভিযুক্তদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.