ETV Bharat / state

ভোট দেওয়ার সময় ইভিএম ও ভিভিপ্যাটের ছবি তুললেন যুবক, আপলোড করলেন ফেসবুকে

author img

By

Published : Mar 27, 2021, 7:18 PM IST

কৌস্তভজ্যোতি পান্ডে
কৌস্তভজ্যোতি পান্ডে

ভোট দেওয়ার সময় ইভিএম মেশিন ও ভিভিপ্যাটের ছবি তুললেন ঝাড়গ্রামের যুবক ৷ পরে তা ফেসবুকে শেয়ারও করেন ৷

ঝাড়গ্রাম, 27 মার্চ : বিজেপিকে ভোট দিয়ে ইভিএম ও ভিভিপ্যাটের ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এক যুবক । এই ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন । নয়াগ্রাম বিধানসভার নয়াবসন্ত জনকল্যাণ বিদ্যাপীঠের 102 নম্বর বুথের ঘটনা ।

শনিবার সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে কৌস্তভজ্যোতি পান্ডে নামের এক যুবক ভোট দেন । বুথে ঢোকার সময় মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কৌশল করে মোবাইল নিয়ে বুথে ঢোকে ওই যুবক । বুথে ঢুকে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বুকুল মুর্মুকে ভোট দেন । ভোট দেওয়ার সময় ইভিএম ও ভিভিপ্যাটের ছবি তুলে নেন ওই যুবক । তারপরেই সেই ছবি ফেসবুকে পোস্ট করেন ।

ফেসবুকে ছবির সঙ্গে লেখেন , "আমি চাই এমন একটি সরকার যার লক্ষ্য হবে নিয়মিত নিয়োগ ও কর্মসংস্থান । ভাতা ,অনুদান, মেলা, খেলা নয়... যেখানে থাকবে না কাটমানি, সিন্ডিকেট ও বিশেষ সম্পদায়কে তোষনের রাজনীতি । এরকম একটা সরকার গঠনের জন্য আমার ভোট । "

আরও পড়ুন : পদ্মফুলে শিশির-বিন্দু, বড়-অধিকারীর দৃপ্ত ঘোষণায় ঘাসফুলে আরও শ্যাওলা !

এই বিষয়ে 102 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই । সেক্টর অফিসার সৌম্যজিৎ বর্মণ বলেন, বিষয়টি জানার পর বুথের উপর কড়া নজর রাখা হয়েছে । পুনরায় কেউ যাতে মোবাইল ফোন নিয়ে না বুথে ঢুকতে পারেন । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

কৌস্তভজ্যোতি পান্ডের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন , "আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দিয়েছে তাই আমি ছবি তুলেছি । যেহেতু ভোটাধিকার আমার ৷ তাই জনগণের সামনে তুলে ধরার অধিকার রয়েছে আমার । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.