ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীকে চড় মারার অভিযোগ ওসির বিরুদ্ধে, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Jun 26, 2023, 11:09 PM IST

Updated : Jun 27, 2023, 4:12 PM IST

ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে চড় মারায় অভিযুক্ত সাঁকরাইল থানার ওসি ৷ মনোনয়ন প্রত্যাহার না করাতেই এই ঘটনা বলে দাবি পরিবারের ৷

Etv Bharat
বিজেপি প্রার্থীকে চড় মারার অভিযোগ থানার ওসির বিরুদ্ধে

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

ঝাড়গ্রাম, 26 জুন: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে । সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুঁয়া গ্রামে ।

আহত বিজেপি প্রার্থীকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার রাতেই তাঁকে দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো । জানা গিয়েছে, সোমবার দুপুরে এলাকায় হট্টগোল হচ্ছে শুনে ঘর থেকে বেরিয়েছিলেন ঝাড়গ্রামের সাঁকরাইলের 11 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো ।

সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়ান ওই বিজেপি প্রার্থী । এরপরই বিজেপি প্রার্থীকে কর্তব্যরত পুলিশকর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মারধরের ভিডিয়ো ভাইরাল সোশাল মাধ্যমে। আহত অবস্থায় শুভঙ্কর মাহাতো নামে ওই বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । আক্রান্তের পরিবারের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর্ব থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বিজেপি প্রার্থীকে চাপ দিতে থাকে পুলিশ । একাধিকবার ধমকানোও হয় তাঁকে । সোমবার দুপুরে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তাদের মারধর করে ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় ।

আরও পড়ুন : বাম-তৃণমূল মিছিলে চলল গুলি, আহত 6 শাসকদলের কর্মী

আহত বিজেপি প্রার্থী শুভঙ্কর জানান, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য। এর জন্য তাঁকে চড় মেরেছে সাঁকরাইল থানার ওসি । বিজেপির ঝাড়গ্রাম জেলার সহ-সভাপতি দেবাশীষ কুণ্ডু বলেন, "ঝাড়গ্রাম জেলা পরিষদের 11 নং আসনের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোকে সাঁকরাইল থানার ওসি মারধর করেছে । আমাদের প্রার্থী নিজে ক্যানসার আক্রান্ত । এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় উনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন । আমরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে লিখিতভাবে অভিযোগ জানাব ।"

তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সহসভাপতি প্রসূন সরঙ্গী বলেন, "ওই এলাকায় তৃণমূল শক্তিশালী । প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে । কী কারণে কী ঘটনা ঘটেছে তা প্রশাসন বলতে পারবে ।" ঝাড়গ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, "কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।"

Last Updated : Jun 27, 2023, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.