ETV Bharat / state

Teesta Yellow Alert: তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা

author img

By

Published : Jun 20, 2022, 3:25 PM IST

তিস্তা নদীতে জারি করা হল হলুদ সতর্কতা (Teesta Yellow Alert)। তুলে নেওয়া হল লাল সতর্কতা (Red Alert) ৷

Yellow Alert issued in Teesta River at Jalpaiguri
Teesta Yellow Alert

জলপাইগুড়ি, 20 জুন: তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় জারি করা হল হলুদ সতর্কতা (Teesta Yellow Alert)। অন্যদিকে জলঢাকা নদীর সংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে । ফুঁসছে তিস্তা জলঢাকা নদী ।

বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীতে জলস্তর (River Water Level) বাড়তে শুরু করেছে ৷ সকাল থেকেই জলপাইগুড়ির তিস্তা নদীতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে নদীর চরে বসবাসকারী বাড়িগুলোতে জল ঢুকে গিয়েছে । কচুয়া, বোয়ালমারি, চাপাডাঙা এলাকাগুলিতেও জল ঢুকতে শুরু করেছে ।

জলপাইগুড়ির একাধিক এলাকা জলমগ্ন

জলপাইগুড়ি সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র সঞ্জিত সেনগুপ্ত বলেন, "আজ ভোর 3টে 30 মিনিট অসংরক্ষিত এলাকায় দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছিল । অন্যদিকে তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল । দুপুর 12টা 30 মিনিটে অসংরক্ষিত এলাকা থেকে লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে । ময়নাগুড়ি দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে । পাশাপাশি জলঢাকা নদীর 31 নং জাতীয় সড়কের উপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা আছে ।"

আরও পড়ুন: Jalpaiguri Yellow Alert: বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, জলপাইগুড়িতে জারি হলুদ সতর্কতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.