ETV Bharat / state

Road Blockade: হাসপাতালে যাওয়ার পথেই প্রসব, রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Aug 2, 2023, 9:32 PM IST

Road Blockade in Jalpaiguri
রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

Villagers Protest for Road Construction: রাস্তার বেহাল অবস্থা ৷ হাসপাতাল যাওয়ার পথেই হয়ে যাচ্ছে রাস্তায় প্রসব । সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ৷

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

জলপাইগুড়ি, 2 অগস্ট: গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা ৷ এর জেরে যাওয়ার পথেই হয়ে যাচ্ছে প্রসব ৷ তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে বুধবার রাজগঞ্জের ব্লকে ৷ সকাল থেকে পানিকৌড়ি অঞ্চলের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তায় কামার পাড়া অবরোধ করে রাখে স্থানীয়রা ।

অবরোধকারী জীবনচন্দ্র দাস অভিযোগ করেন, এই রাস্তা বেহাল হওয়ার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটেই চলেছে । সরকার কি চোখে দেখে না । সৌদি আরব, দুবাই ঘুরতে পারে আর আমাদের রাস্তা কী দেখতে পারে না । উত্তরবঙ্গের মানুষ কী মানুষ নয় । সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সুইজারল্যান্ড করবে বলেছিল ৷ কিন্তু রাস্তায় যাবার পথেই তো ডেলিভারি হয়ে যাচ্ছে । রাস্তার এমন অবস্থা কেউ কী দেখতে পাচ্ছে না । অবরোধকারী উৎপল দাস বলেন, "প্রশাসন রাস্তা করার বিষয়ে আশ্বাস দিলেও কোন কাজ হচ্ছে না । এই রাস্তায় গ্রামীণ হাসপাতাল আছে । কিন্তু রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেই সরকারের তরফে। আমরা রাস্তা চাই ।"

আরও পড়ুন: রাস্তা সারাইয়ে দাবিতে পথ অবরোধ, বিডিও'র লিখিত প্রতিশ্রুতি দাবি গ্রামবাসীদের

অন্যদিকে, হাতিমোড় থেকে আমবাড়ি যাওয়ার রাজ্য সড়কের হরিহর স্কুল মোড়ে পথ অবরোধ করে বাসিন্দারা । অবরোধকারীরা জানান, দীর্ঘ কয়েকবছর থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে । রাস্তা বেহাল থাকার ফলে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে । এছাড়া একাধিক আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি । আগেও বেশ কয়েকবার পথ অবরোধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলেছে । কিন্তু রাস্তার কোনও সুরাহা হয়নি । তাই আজ তারা আবার পথ অবরোধে সামিল হয়েছে । অবিলম্বে রাস্তা তৈরি না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.