ETV Bharat / state

Road Block in Bankura: রাস্তা সারাইয়ে দাবিতে পথ অবরোধ, বিডিও'র লিখিত প্রতিশ্রুতি দাবি গ্রামবাসীদের

author img

By

Published : Jul 19, 2023, 9:43 PM IST

বিডিও'র লিখিত প্রতিশ্রুতি দাবি গ্রামবাসীদের
Road Block in Bankura

রাস্তা সারানোর লিখিত প্রতিশ্রুতি না দিলে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের হুমকি ৷ বাঁকুড়ার খাতড়া ব্লকের আড়কামা এলাকার 13 কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে ৷ অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই নিজেদের দাবির স্বপক্ষে সেই বেহাল রাস্তাই অবরোধ করলেন গ্রামবাসীরা ৷

লিখিত প্রতিশ্রুতি দাবি গ্রামবাসীদের

খাতড়া (বাঁকুড়া), 19 জুলাই: কোথাও রাস্তার মাঝে বিশাল গর্ত ৷ তো আবার কোথাও রাস্তায় মাঝে পিচ আছে, তো দু’দিকে খানাখন্দ ৷ আর সেখানে জমে বর্ষার জল ৷ অসাবধান হয়েছে কি, দুর্ঘটনা নিশ্চিত ৷ এমনই বেহাল দশা বাঁকুড়ার খাতড়া ব্লকের আড়কামা এলাকার 13 কিলোমিটার দীর্ঘ রাস্তার ৷ যে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে অনেক প্রাণ গিয়েছে বলে অভিযোগ ৷ এমনকি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই এবার রাস্তা সারানোর দাবিতে মুড়াগ্রামে পথ অবরোধ করলেন স্থানীয়রা ৷ লিখিত প্রতিশ্রুতি না দিলে অবরোধ উঠবে না বলে জানিয়েছেন আন্দোলনকারী গ্রামবাসীরা ৷

পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে ৷ তবে, বোর্ড গঠন কোথাও হয়নি ৷ এরই মধ্যে একাধিক জেলায় ফের ভোট হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এমনকি আদালতেও একাধিক মামলা জমা রয়েছে ৷ এই পরিস্থিতিতে রাস্তার দাবিতে পথ অবরোধ করল বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের আড়কামা অঞ্চলের বাসিন্দারা ৷ বেহাল রাস্তা দিয়ে প্রাণহাতে নিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ স্থানীয়দের ৷ অভিযোগ রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুল্যান্স বা বড় কোনও গাড়ি সেখানে আসতে চায় না ৷ আর আসলেও ভাড়া চাওয়া হয় চার থেকে পাঁচগুণ বেশি ৷

এই পরিস্থিতি আড়কামা অঞ্চলের 13 কিলোমিটার দীর্ঘ রাস্তা দ্রুত সারানোর দাবিতে বিক্ষোভ-অবরোধে নামলেন গ্রামবাসীরা ৷ বিশেষত, মুড়াগ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ৷ তাঁদের একটাই দাবি বিডিও ঘটনাস্থলে গিয়ে তাঁদের লিখিত প্রতিশ্রুতি দেবেন ৷ যে দ্রুত রাস্তা একেবারে নতুন করে তৈরি করা হবে ৷ এখানে তাঁদের আরও একটি দাবি, ভাঙা ও গর্ত বুজিয়ে মেরামতি করলে চলবে না ৷ এতে পরবর্তী সময়ে ফের একই দশা হতে পারে ৷ তাই এবার রাস্তার পুরোপুরি নতুন করে তৈরির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

আরও পড়ুন: 'রাস্তা দাও ভোট নাও' দেওয়াল লিখনে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়েছেন খাতড়া ব্লকের জয়েন্ট বিডিও কমলেশ মোহান্তি ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে জেলা পরিষদে গ্রহণ করা হয়েছে ৷ দ্রুত এর সমাধান হবে ৷ তবে, গ্রামবাসীরা যে লিখিত প্রতিশ্রুতির দাবি করেছেন, তা সম্ভব নয় বলে জানিয়েছেন জয়েন্ট বিডিও ৷ পালটা গ্রামবাসীদের গণ ডেপুটেশন জমা দিতে বলেছেন ৷ কিন্তু, গ্রামবাসীরা ইতিমধ্যে এ নিয়ে লিখিত আবেদন করেছেন ৷ সেটি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন জয়েন্ট বিডিও ৷ কিন্তু, ফের গ্রামবাসীদের রাস্তার জন্য ডেপুটেশন দিতে হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কার না-হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

কিন্তু, প্রশ্ন হল রাস্তা যেখানে ব্লক প্রশাসনের অন্তর্গত ৷ সেখানে কেন গ্রামবাসীদের রাস্তা সারাইয়ের দাবিতে ডেপুটেশন বা আবেদনপত্র জমা দিতে হবে ? কেন প্রশাসন নিজের উদ্যোগে এই কাজ করবে না ? একাধিক গ্রামের ভরসা 13 কিলোমিটার দীর্ঘ রাস্তা ঠিক করানোর দায়িত্ব কি সাধারণ মানুষের ? তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আধিকারিক এবং বিডিও-র কাজ কী ? যার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.