ETV Bharat / state

Panchayat Board Formation: বিজেপি প্রার্থীকে প্রধান করে বোর্ড গঠন করল তৃণমূল, অপহরণের অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Aug 10, 2023, 11:06 PM IST

বিজেপির জয়ী প্রার্থীকে নিজেদের দলে টেনে পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল ৷ অভিযোগ ছিল, ওই বিজেপি প্রার্থী নিখোঁজ ছিলেন ৷ তবে একথা অবশ্য প্রার্থী নিজে মুখে স্বীকার করেননি ৷ তবে তৃণমূলের তরফে বোর্ড গঠনের পর তাঁকে পঞ্চায়েত প্রধান করা হয় ৷

Panchayat Board Formation
বিজেপি প্রার্থীকে প্রধান করে বোর্ড গঠন করল তৃণমূল

জলপাইগুড়ি, 10 অগস্ট: অপহৃত বিজেপি প্রার্থীকে প্রধান করল তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের আসার পুরস্কার পেলেন অপহৃত পূর্ণিমা রায়। 12 জন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পূর্ণিমা রায়কে সমর্থন করেন। অভিযোগ, ওই বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়কে তৃণমূল কংগ্রেস অপহরণ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ গতকাল সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের সামনে পূর্ণিমা রায়কে হাজির করে। পূর্ণিমা রায় আদালতের সামনে দাঁড়িয়ে বলেন তাঁকে কেউ অপহরণ করেনি। আজ, বৃহস্পতিবার বেলাকোবা গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। পূর্ণিমা রায়কে আজই প্রধান হিসেবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

বেলাকোবা গ্রামপঞ্চায়েতের 29টি আসনের মধ্যে 15 জন বিজেপি, 12 জন তৃণমূল কংগ্রেস ও 2জন নির্দল প্রার্থী জয়ী হন। তৃণমূল কংগ্রেসে দুই নির্দল প্রার্থী ও একজন প্রার্থী (অপহৃত পূর্ণিমা) বিজেপিতে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করেন। অভিযোগ ছিল, গত 31 জুলাই থেকে বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল। প্রার্থীর ছেলে কোতোয়ালি থানার পুলিশের কাছে অপহরণের অভিযোগের পরেও কোন খোঁজ পাননি।

এরপরেই পূর্ণিমা দেবীর ছেলে রাহুল রায় কলকাতার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্ত হন। তারপরেই হরিশ ট্যান্ডন ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ প্রার্থীকে হাজির করার নির্দেশ দেয়। বিজেপি প্রার্থীকে পুলিশ আদালতে হাজির করে। এদিন বেলাকোবা গ্রামপঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান পূর্ণিমা রায় বলেন, "আমি প্রধান হয়েছি। আসা করিনি। আমি বিজেপিতে জয়ী হলেও তৃণমূল কংগ্রেসের আমাকে প্রধান করা হয়েছে।" বিজেপি থেকে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার প্রশ্নের উত্তর পূর্ণিমা দেবী দেননি। এদিকে, তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস বলেন, "আমাদের 12 জন ছিল নির্দল 2 জন ও 1 জন বিজেপি প্রার্থী আমাদের দলে আসায় আমরা বোর্ড গঠন করলাম। বিজেপি থেকে আসা প্রার্থীকেই আমরা প্রধান করেছি। তিনি ভালো কাজ করবে বলে আশাবাদী। তাকে অপহরণ করা হয়নি। তিনি আগেই জানিয়েছেন।

আরও পড়ুন: উপপ্রধান তালিকায় নাম নেই ! পঞ্চায়েত বোর্ড গঠন করতে দিল না তৃণমূলের প্রাক্তন প্রধান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.