ETV Bharat / state

Panchayat Election 2023: স্বামীর বাঁধা গানই জয়ের হাতিয়ার, অন্যভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী নূরজাহান

author img

By

Published : Jun 15, 2023, 8:03 PM IST

জলপাইগুড়ির গান বেঁধে উন্নয়নের প্রচার ৷ গানকেই হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনে জয় পেতে চান তৃণমূল প্রার্থী নূরজাহান বেগম ৷ তাঁকে নিয়ে গান বেঁধেছেন স্বামী নজরুল হক ৷

Etv Bharat
গান গেয়ে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী নূরজাহানের

গান গেয়ে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী নূরজাহানের

জলপাইগুড়ি, 15 জুন: চারিদিকে যখন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্তির বাতাবরণ, ঠিক সেই সময়ে অন্যরকম মনোনয়ন জমা দেওয়ার খবর এসেছে জলপাইগুড়ি থেকে ৷ ভাওয়াইয়া গান গেয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ি জেলাপরিষদ ভোটে তৃণমূল প্রার্থী নূরজাহান ৷ স্ত্রী'র জন্য সেই গান বেঁধেছেন স্বামী নজরুল হক ৷

জলপাইগুড়ি মহকুমা শাসকের দফতরে তৃণমূলের প্রার্থী তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নূরজাহান বেগম এবারেও টিকিট পেয়েছেন পঞ্চায়েতের। বৃহস্পতিবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার আগে স্বামী ভাওয়াইয়া গান ধরেন ৷ নুরজাহান বেগমের স্বামী নজরুল হক সমগ্র শিক্ষা মিশনের একজন কর্মী। তিনি ভাওয়াইয়া শিল্পীও বটে। সবমিলিয়ে ব্যতিক্রমীভাবে মনোনয়ন পেশ করতে দেখা গিয়েছে নূরজাহান বেগমকে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী নূরজাহান বেগম বলেন, "ভাওয়াইয়া গান আমাদের মাটির গান। এই গানের মাধ্যমে আমরা প্রচার করব। আমার স্বামী আমাকে নিয়ে গান করেছে। আমরা গ্রামীণ এলাকা থেকে জেলাপরিষদের পদপ্রার্থী হয়েছি। মাটির সুরে গান গেয়ে দ্বারে দ্বারে পৌঁছব। আমার স্বামী আগেও আমাকে নিয়ে গান লিখেছেন। আমার খুব ভালোলাগছে। রাজ্য সরকারের 69টি প্রকল্প তুলে ধরে প্রচার চলবে গানের মাধ্যমে। প্রচারের প্রধান ইস্যু হবে লক্ষ্মীর ভাণ্ডার। উন্নয়নকে হাতিয়ার করে এবার জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস।"

নূরজাহান বেগমের স্বামী নজরুল হক বলেন, "আমি সংস্কৃতিপ্রেমী মানুষ। লেখালিখি নিয়ে আমি থাকি। আমার স্ত্রী জেলা পরিষদের প্রার্থী হয়েছেন তাই আমি তাঁকে নিয়ে গান লিখেছি। আমি গানের মধ্যে দিয়েই তাঁকে সাহায্য করব। আগেও গান লিখে গান গেয়ে আমি প্রচার করেছি। আমি খুব বেশি সাহায্য করতে পারব না। নূরজাহান যে জনকল্যাণ মূলক কাজ করে সেগুলো আমি প্রচার করছি গানের মাধ্যমে।

আরও পড়ুন: স্ত্রী'র মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে উড়ে এল এলোপাথাড়ি গুলি, আইসিইউতে জানালেন মৃত মনসুরের কাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.