ETV Bharat / state

চা শ্রমিকদের 26 টাকা মজুরি বৃদ্ধিতে নারাজ শ্রমিক ও বিরোধী সংগঠন

author img

By

Published : Jan 22, 2021, 8:26 PM IST

চা শ্রমিকদের দাবি, মজুরি নূন্যতম সাড়ে 350 টাকা করতে হবে
চা শ্রমিকদের দাবি, মজুরি নূন্যতম সাড়ে 350 টাকা করতে হবে

চা শ্রমিকদের অভিযোগ, তাঁরা সাড়ে 300 টাকা মজুরি বৃদ্ধি করতে বলেছিলেন । কিন্তু তাঁদের না জানিয়েই মাত্র 26 টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে ।

জলপাইগুড়ি, 22 জানুয়ারি : দাবি ছিল, সাড়ে তিনশো টাকা মজুরির । কিন্তু বাড়ল মাত্র 26 টাকা । এর ফলে শ্রমিকদের মজুরি বেড়ে দাঁড়াল 202 টাকা । ভোটের আগে শ্রমিকদের মন জয় করতেই মজুরি বৃদ্ধি করা হল বলে অভিযোগ বিরোধী চা শ্রমিক সংগঠনের । অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই মজুরি বৃদ্ধিতে কিছুই লাভ হবে না বলে মনে করছেন শ্রমিকরা । রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন । আজ থেকে বিভিন্ন বাগানে গেট মিটিং শুরু করেছে বিজেপির শ্রমিক সংগঠন ।

উত্তরবঙ্গের মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে 300 টি চা বাগানের প্রায় চার লাখ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক রয়েছেন । উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিল্প চা শিল্প । কয়েক লাখ শ্রমিক চা বাগানের সঙ্গে যুক্ত । চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন । চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে শাসক ও বিরোধী 26 টি সংগঠনের যৌথ মঞ্চ আন্দোলন করছে । কিন্তু হঠাৎ করে 26 টাকা মজুরি বৃদ্ধিতে আশাহত শ্রমিকরা ।

তাঁদের প্রশ্ন, কারা এই দাবি মানল? আমরা কিছুই জানতে পারলাম না ।

আরও পড়ুন : বোনাসের দাবি মেটার পরও আশঙ্কা কাটছে না শ্রমিকদের

সাব স্টাফ রূপেশ লাকড়া জানান, "আমাদের বেতনের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেল । এত কম টাকায় ছেলে-মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছে । আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি হোক ।" চা শ্রমিক হেমন্ত মাহালি, কল্যাণ টপ্পোরা জানান, "আমরা এই বেতন বৃদ্ধিতে খুশি নই । 300 টাকার বেশি বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি । রাজ্য সরকার আমাদের দিকে তাকাচ্ছে না । আমাদের এই টাকায় সংসার চলে না ।"

আরও পড়ুন : বোনাস বাড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের

ভারতীয় চা মজদুর ইউনিয়নের নেতা জিতকুমার টপ্পো জানান , "ভোটের আগে বেতন বৃদ্ধি করা হল রাজ্য সরকারের গিমিক । এই মজুরি তিন বছর আগে বৃদ্ধি হলে মানা যেত । সব দিক থেকে চা শ্রমিক ও স্টাফদের ক্ষতি ।"

ভোটের আগে বেতন বৃদ্ধি করা কি রাজ্য সরকারের গিমিক ?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.