ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে ভিভিআইপি'দের সেবায় 28 চিকিৎসক, তোপ শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 9:46 AM IST

Mamata Banerjee's Nephew Marriage: মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েকে কেন্দ্র করে বেশ কয়েকটি ভেন্যুর জন্য আলাদা আলাদা ডাক্তার নিয়োগ করা হয়েছে। আর এতেই বিতর্ক দাঁনা বেঁধেছে। একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে 56 জন ডাক্তার, নার্স-সহ ফার্মাসিস্টকে কাজে লাগানোর ঘটনা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। এনিয়ে মুখ খুলেছেন অন্য়ান্য ডাক্তারও ৷

ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী
Mamata Banerjee's Nephew Marriage

ভিভিআইপি বিয়েকে কেন্দ্র করে কার্শিয়াং রেলস্টেশন-সহ শহরকে সাজিয়ে তোলা হয়েছে

জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর ভাইপো (আবেশ বন্দ্যোপাধ্যায়)-র বিয়ে বলে কথা! পাহাড়ে সেই বিয়েতে যোগ দিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বুধবার চলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী ও অভিষেকের মতো ভিভিআইপিদের কার্শিয়াং সফরকে কেন্দ্র করে গত সোমবার থেকে আগামী 10 তারিখ পর্যন্ত কয়েকটি ভেন্যুতে 28 জন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, গ্রুপ-ডি স্টাফকে নিয়োগ রাখা হয়েছে। ভিভিআইপিদের বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে থাকা ডাক্তারবাবু-সহ সকলের কপালে জুটছে ডিম-ভাত। এনিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ডাক্তারবাবুদের থাকা ও খাওয়ার(ডিম-ভাত) ব্যবস্থা নিম্নমানের ৷

বৃহস্পতিবার কার্শিয়াং পৌরসভার বড়বাবু সুরেন কোটোয়াল (ছেত্রী)-এর বড় মেয়ে ডাক্তার দীক্ষা ছেত্রীর সঙ্গে কার্শিয়াং নয়াবাজার সার্বজনিক ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দোপাধ্যায়ের বিয়ে হবে। ভিভিআইপি বিয়েকে কেন্দ্র করে কার্শিয়াং রেলস্টেশন-সহ শহরকে সাজিয়ে তোলা হয়েছে। এই বিয়েতে শুধু যে 28 জন ডাক্তার তা না, তার পাশাপাশি আরও 14 জন স্টাফ ও নার্স-সহ 14 জন ফার্মাসিস্ট ও গ্রুপ-ডি স্টাফকে কার্শিয়াং হাসপাতালে তৈরি থাকতে বলা হয়েছে।

Mamata Banerjee's Nephew Marriage
কার্শিয়াং রেলস্টেশন-সহ শহরকে সাজিয়ে তোলা হয়েছে

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত কার্শিয়াং সাবডিভিশনাল হাসপাতালের সুপারের নির্দেশিকায় ডাক্তার ও নার্সরা কোথায় কে কাজ করবেন, তা প্রকাশ করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই নির্দেশিকায় দেখা গিয়েছে কার্শিয়াংয়ের বিলাশবহুল 'তাজ চা কুটিরে (মাকাইবাড়ি)' 7 জন ডাক্তার, নার্স, গ্রুপ-ডির কর্মীরা থাকছেন। ওই তাজ চা কুটিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অন্য একটি জায়গা 'আমা স্টে'তে (মাকাইবাড়ি) দু'টো শিফট ও কার্শিয়াং হাসপাতালে থাকছেন বাকি 49 জন ডাক্তার, নার্স ও গ্রুপ-ডি স্টাফ ৷

  • This is the arrangement of Medical Team for VVIP Duty.
    VVIPs are on vacation to attend family event.

    Health Infrastructure of North Bengal is extremely sparse, especially in the Hills. This brazen misuse of Power will only add to the misery of our sisters and brothers of the… pic.twitter.com/yue3tWL1Wg

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিআইপি বিয়েতে ক্ষমতার অপব্যবহার করে ডাক্তারবাবুদের কাজে লাগানোকে ভালোভাবে দেখছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে তিনি এক্সে লিখেছেন, "ভিভিআইপি ডিউটির জন্য মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত খারাপ। বিশেষ করে পাহাড়ে। ক্ষমতার এই নির্লজ্জ অপব্যবহার শুধুমাত্র আমাদের পাহাড়ের বোন ও ভাইদের দুর্দশা বাড়িয়ে দেবে। এই সপ্তাহে সরকারি স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হবে।"

  • হে মোর দুর্ভাগা রাজ্য, যাদের করিতেছো অপমান, অপমানিত হতে হবে তোমাদেরও, সব দিন কাহারও যায় না সমান !
    -----------------------------------------

    আগামী পরশু পিসির ভ্রাতুষ্পুত্র শ্রীমানের বিবাহবাসর বসতে চলেছে শৈলশহরে। প্রীতিভোজ দিন কয়েক পরে, নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কুয়েট হলে,… pic.twitter.com/TzjuNY4uuE

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডাক্তারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস (এএইচএসডি)-এর যুগ্ম সম্পাদক ডাঃ সুবর্ণ গোস্বামী অভিযোগ করে বলেন, "আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানিয়েছি। একটি সামাজিক অনুষ্ঠান হবে তাতে যদি 28 জন ডাক্তারকে কাজে লাগানো হয়। আরও 28 জন ডাক্তারকে তৈরি থাকতে বলা হয় তাহলে স্বাস্থ্য পরিষেবার কী হবে? ডাক্তারবাবুরা কি বিয়ের আয়োজনে ভিভিআইপিদের জন্য বসে থাকবেন না জরুরি পরিষেবাও দেবেন। পাশাপাশি ডাক্তারদের যেখানে থাকতে দিয়েছে তা অত্যন্ত নিম্নমানের ৷ তাঁদের যেভাবে মোটা চালের ডিম-ভাত খাওয়ানো হচ্ছে তা অযোগ্য। মুখ্যমন্ত্রী পরিবারের বিয়ে বলে যা খুশি তাই হবে এটা ঠিক নয়।"

আরও পড়ুন:

  1. সমস্ত প্রস্তুতির পরও মুখ্যমন্ত্রীর সভার জন্য স্থগিত ফুটবল লিগ, ক্ষোভ ক্রীড়ামহলে
  2. মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে বরকর্তা ফিরহাদ! কারণ জানালেন মমতা
  3. ভাইপোর বিয়েতে নেই মমতা, শুভেচ্ছার ঢল নেটপাড়ায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.