ETV Bharat / state

Sukanta Majumdar: অখণ্ড পশ্চিমবঙ্গেই অনড় , অনন্ত মহারাজের দাবির বিপরীতে অবস্থান বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 6:54 PM IST

Updated : Aug 28, 2023, 7:20 PM IST

Sukanta Majumdar on Anant Maharaj Demand: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে অনন্ত মহারাজের ব্যক্তিগত বিষয় বললেন সুকান্ত মজুমদার ৷ পালটা রাজ্যসভার বিজেপি সাংসদ এটাকে জনগণের দাবি বলে উল্লেখ করেছেন ৷

Sukanta Majumdar
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

অনন্ত মহারাজের দাবির বিপরীতে অবস্থান বিজেপির

জলপাইগুড়ি, 28 অগস্ট: রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলে করার দাবি তুলেছিলেন ৷ যদিও তাঁর দাবির সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান বিজেপির ৷ শ্যামাপ্রসাদ মুখার্জির অখণ্ড পশ্চিমবঙ্গেই অনড় গেরুয়া শিবির । সোমবার জলপাইগুড়িতে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "অনন্ত মহারাজ যা বলছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় । তিনি এই বিষয়ে বলতে পারবেন । ভারতীয় জনতা পার্টির যে নির্দিষ্ট চিন্তা ভাবনা তা আমরা আগেই জানিয়ে দিয়েছি । শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গিয়েছিলেন বাংলা আগামী দিনে সেইভাবেই থাকুক । এটাই বিজেপির অবস্থান ।"

তাঁর কথায়, "উত্তরবঙ্গ অবশ্যই বঞ্চিত এটা ঠিক । বিজেপির সরকার এলে সেই বঞ্চনা দূর করবে । মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বিরোধী শক্তিদের সাহায্য করছে । আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে বড় বিস্ফোরক পাওয়া যায় তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না । আমি অবাক হব না । এই মুখ্যমন্ত্রী থাকলে বাঙালিদের উদ্বাস্তু হতে হবে ।"

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি দীর্ঘদিনের । গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরেই আলাদা রাজ্য নয়ত কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করে আসছেন । বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়ার পরও তিনি ফের একবার উত্তরবঙ্গকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছেন । আর এতেই বিজেপি ও অনন্ত মহারাজের বক্তব্যের মধ্যে অমিল ধরা পরেছে । যদিও অনন্ত মহারাজের কথায় এটা জনগণের দাবি ।

এ দিন বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ, দুর্দশা ও বঞ্চনার কথা তুলে ধরতে চাই । এখানকার মানুষ কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন । উত্তরবঙ্গের মানুষ আর্থ সামাজিক ও বাকি সব দিক থেকে বঞ্চিত । এই এলাকার মানুষের উন্নয়নের জন্য যা করনীয় সেটাই আমাদের করতে থাকবে । কারণ আমি জনপ্রতিনিধি । উত্তরবঙ্গের জনগণের দাবি জায়গা মত তুলে ধরাই আমার কাজ । তাই আমি মানুষের দাবিদাবার কথা সরকারের কাছে ও সংসদে তুলে ধরব ।"

আরও পড়ুন: 'লোকসভা ভোটের আগে গ্রেটার কোচবিহারের দাবি পূরণ না হলে...', কী বললেন অনন্ত মহারাজ

তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের ভালোর জন্য সরকার যে সিদ্ধান্ত নেবে তাকে স্বাগত জানানো হবে । তাতে যেটা করার সম্ভাবনা আছে সেটাই করুক সরকার । এখানকার মানুষের আলাদা রাজ্যের দাবি ছিল । মানুষের প্রয়োজনীয়তার সঙ্গে সমঝোতা করা হবে না বলে তিনি জানান ।

Last Updated : Aug 28, 2023, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.