Jalpaiguri Online Exam : বই খুলে অনলাইনে পরীক্ষা ! বইতে উত্তর খুঁজে না-পেয়ে বিরক্ত ছাত্রছাত্রীরা

author img

By

Published : Jun 22, 2022, 4:16 PM IST

Jalpaiguri Online Exam

আনন্দ চন্দ্র কমার্স কলেজের পড়ুয়ারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে দেখে দেখে ৷ কিন্তু তাতেও তাদের সমস্যা মিটছে না ৷ কারণ উত্তর বইয়ের কোথায় আছে, তা জানা নেই তাঁদের (Students are Taking Exams Online by Opening Books) ৷

জলপাইগুড়ি, 22 জুন : বই খুলে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা । আর তাতেও অসুবিধায় তাঁরা । কারণ প্রশ্নের উত্তর বই-এর কোথায় আছে তা খুঁজতেই হিমসিম খেতে হচ্ছে । কারণ তাঁর বইটাই পড়া নেই যে । এমনই বক্তব্য আনন্দ চন্দ্র কমার্স কলেজের অনলাইনের এক পরীক্ষার্থীর (Students are Taking Exams Online by Opening Books)।

অনলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ডিএসসি বাংলা পরীক্ষা । আনন্দ চন্দ্র কমার্স কলেজের ছাত্রছাত্রীরা বই, খাতা খুলে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন । আনন্দ চন্দ্র কমার্স কলেজের বিপরীতেই অবস্থিত জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ । সংসদের বারান্দাতেই বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা ৷

বই খুলে অনলাইনে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা

আরও পড়ুন : স্কুল ছুটিতে মোবাইলে আসক্তি ! ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

ছাত্রছাত্রীদের দাবি, সিলেবাস শেষ হয়নি । তাই বাধ্য হয়েই তারা বই-খাতা খুলে পরীক্ষা দিচ্ছে । কিন্তু এইভাবে পরীক্ষা দিতে তাদের ভাল লাগছে না । কিন্তু কী আর করা যাবে পরীক্ষা তো দিতেই হবে । তবে বই খুঁজে তারপর লিখতে অনেক সময় লেগে যাচ্ছে । বই-এর কোথায় উত্তর লেখা আছে সেটা জানা নেই ৷ তাই লিখতে অসুবিধা হচ্ছে বলে স্বীকার করে নিলেন এক ছাত্রী । আর এক ছাত্রী জানান, যেগুলো কমন পড়েনি সেই উত্তরগুলো বই দেখে লিখছি । কিন্তু বিষয়টি ভাল লাগছে না ।

এদিকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈখ্যমোহন রায় বলেন, "আমার ক্যাম্পাসেই বই দেখে পরীক্ষা দিচ্ছে ৷ আমি দেখেও কিছু দেখছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.