Siliguri Road Accident : শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার, নিহত 4

author img

By

Published : Nov 26, 2021, 6:54 AM IST

Siliguri Road Accident

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়। উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) বিশাল পুলিশবাহিনী।

শিলিগুড়ি, 26 নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিলিগুড়িতে (Siliguri Road Accident) মৃত্যু হল 4 জনের, দুর্ঘটনায় আহত 6। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-2 গ্রাম পঞ্চায়েতের জলেশ্বরী মোড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে একটি বোল্ডার বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক সংলগ্ন একটি দোকানে ঢুকে যায় (dumper hits roadside shop)। ডাম্পারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। মৃতদের নাম রঞ্জন সিংহ (45), নরেশ সরকার (50), জয়দীপ মোদক এবং জগদীশ দেবনাথ ৷

মৃতেরা প্রত্যেকেই আশিঘরের বাসিন্দা বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় আহত হয়েছেন মিঠু রায়, গীতা লিম্বু, রাজা দত্ত, কমল সরকার এবং ডাম্পারের চালক ফলি রায় । দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়। উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) পুলিশবাহিনী।

আরও পড়ুন : Road accident : জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 জনের, আহত 8

আহতদের প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College and Hospital)। খবর পেয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছন শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । আহত ও নিহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার । পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.