ETV Bharat / state

Sayantan Basu : বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, হুঁশিয়ারি সায়ন্তনের

author img

By

Published : Jun 19, 2021, 9:16 PM IST

sayantan-basu-warned-that-presidential-rule-may-imposed-in-west-bengal-at-any-time
sayantan-basu-warned-that-presidential-rule-may-imposed-in-west-bengal-at-any-time

বিজেপি নেতা বলেন, "যেভাবে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকতে পারে না । রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে ৷"

জলপাইগুড়ি, 19 জুন : বঙ্গভঙ্গের কোনও প্রশ্নই নেই । বিজেপি দলগতভাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে । যাঁরা বাংলা ভাগের কথা বলেছেন তাঁরা তাঁদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন । তবে যে কোনও সময় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে । জলপাইগুড়িতে বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু ।

এদিন জলপাইগুড়িতে প্রয়াত বিজেপি নেতা রবীন্দ্রনারায়ণ চৌধুরীর স্মরণসভায় যোগ দেন সায়ন্তন বসু । জলপাইগুড়ি শহরের পার্কের মোড়ে একটি বেসরকারি ভবনে স্মরণসভাটি হয় ৷ সেখানেই সায়ন্তন বসু বলেন, "পার্টির বক্তব্য স্পষ্ট । শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে তৈরি করেছেন । পশ্চিমবঙ্গের মানচিত্র পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই । কে কী বলছে জানি না । বিজেপির কোনও দায়িত্বশীল কার্যকর্তা, পদাধিকারি এই কথা বলবে না । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের কোনও পরিবর্তন হবে না । তবে যে কোনও সময় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।"

শুনুন কী বললেন সায়ন্তন বসু

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তনের আবেদনে তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন

বিজেপি নেতা আরও বলেন, "রাষ্ট্রপতি শাসন আটকানোর জন্য তৃণমূল আন্দোলন করতে চাইছে । যেভাবে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকতে পারে না । রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.