ETV Bharat / state

Minister-Tea Workers Meeting : শনিতে উত্তরবঙ্গে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক, আশাবাদী শ্রমমন্ত্রী

author img

By

Published : Apr 1, 2022, 9:43 PM IST

Updated : Apr 1, 2022, 10:19 PM IST

North Bengal tea labourers
উত্তরবঙ্গে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী শ্রমমন্ত্রী

চা বাগানের শ্রমিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Minister-Tea Workers Meeting in North Bengal) ৷ এই বৈঠক নিয়ে আশবাদী মন্ত্রী ও চা শ্রমিকরা ৷

জলপাইগুড়ি, 1 এপ্রিল : উত্তরবঙ্গে চা বাগান শ্রমিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷ এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন প্রায় তিন লক্ষ চা শ্রমিক । তবে এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Minister-Tea Workers Meeting in North Bengal) ।

উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও দ্রুত তা চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন বজায় রেখেছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম । শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলেই ন্যূনতম মজুরি নির্ধারণ কমিটি তৈরি হয় । ইতিমধ্যেই 17টি মিটিং হয়ে গেলেও ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয়নি ।

ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে । 24-31 মার্চ উত্তরবঙ্গের বাগানে বাগানে বিক্ষোভ সভার ডাক দেয় চা শ্রমিকদের জয়েন্ট ফোরাম । এরপরই ঠিক হয় ন্যূনতম মজুরি নির্ধারণ কমিটির বৈঠক হবে 2 এপ্রিল । এখন এই মিটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গের কয়েক লক্ষ চা শ্রমিক ।

আরও পড়ুন : Elephants Enter Locality : আচমকা চা বাগানে ঢুকে পড়ল হাতির দল, তারপর...

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে শেষ মুহূর্তে এসেও মালিকপক্ষ তা কার্যকর করেনি বলে অভিযোগ । তবে 2 এপ্রিলের মিটিংয়ে ন্যূনতম মজুরি নিয়ে নির্দিষ্ট সমাধান না হলে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই কোন পর্যায়ে পৌঁছবে তা ঠিক করবেন শ্রমিকরাই, এমনটাই জানিয়েছেন জয়েন্ট ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম ।

শুক্রবার জলপাইগুড়িতে এসে শ্রমমন্ত্রী জানান, 2 তারিখ শিলিগুড়িতে চা শ্রমিকদের নুন্যতম মজুরি নিয়ে বৈঠক হবে । সেখানে সব পক্ষকে বৈঠকে ডাকা হয়েছে । আশা করি বৈঠকে একটা সুরাহা হবে । তাই বৈঠকের আগে কোনও মন্তব্য করতে চাই না ।

আরও পড়ুন : Medical officer body found : জলপাইগুড়ির চা-বাগানে উদ্ধার মেডিক্যাল অফিসারের মৃতদেহ

Last Updated :Apr 1, 2022, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.