ETV Bharat / state

Medical officer body found : জলপাইগুড়ির চা-বাগানে উদ্ধার মেডিক্যাল অফিসারের মৃতদেহ

author img

By

Published : Jan 28, 2022, 12:40 PM IST

বৃহস্পতিবার সকালে চা-বাগানের ঝোরা থেকে নবনিযুক্ত মেডিক্যাল অফিসারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dead body of a medical officer found at Indong tea estate)। মৃত মেডিক্যাল অফিসারের নাম ডাঃ সুব্রতকুমার কর (50) ৷

Medical officer body found
জলপাইগুড়ির চা-বাগানে উদ্ধার মেডিক্যাল অফিসারের মৃতদেহ

জলপাইগুড়ি, 28 জানুয়ারি : জলপাইগুড়ির ইনডং চা-বাগানে মেডিক্যাল অফিসারের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার সকালে চা-বাগানের ঝোরা থেকে নবনিযুক্ত মেডিক্যাল অফিসারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dead body of a medical officer found at Indong tea estate)। মৃত মেডিক্যাল অফিসারের নাম ডঃ সুব্রতকুমার কর(50) ৷ তিনি কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত 21 জানুয়ারি মেটেলি ব্লকের ইনডং চা-বাগানে কাজে যোগ দিয়েছিলেন ওই মেডিক্যাল অফিসার।

সাধারণতন্ত্র দিবসে চা-বাগানের বাকিদের সঙ্গে পতাকা উত্তোলন-সহ অন্যান্য কর্মসূচিতে শরিক হয়েছিলেন কোচবিহারের পাটকুড়ার বাসিন্দা সুব্রতকুমার কর। পরদিন অর্থ্যাৎ বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময় কাজে যোগ না-দেওয়ায় খোঁজাখুজি শুরু হয় ৷ পরবর্তীতে বাগানের পাশে ঝোরায় তাঁর মৃতদেহ উদ্ধার করেন বাগানের শ্রমিকরা। কীভাবে নবনিযুক্ত মেডিক্যাল অফিসারের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে স্বাভাবিক ভাবেই ৷ তাঁকে কেউ খুন করেছে কি না, সেই প্রশ্নে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : Call Center In Controversy : কল সেন্টারের আড়ালে অসামাজিক কাজের পর্দাফাঁস, গ্রেফতার 22

ইংডং চা বাগানের ম্যানেজার রজত দেব বলেন, "গত ২১ জানুয়ারি মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন ডাঃ সুব্রতকুমার কর। গতকাল রাতের পর তাঁকে আর দেখা যায়নি। সকালে তিনি হাসপাতালে না এলে খোঁজাখুজি শুরু হতেই তাঁর মৃতদেহ বাগানের পাশে ঝোরায় পাওয়া যায় ৷" মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় মেটেলি থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.