ETV Bharat / state

Jalpaiguri Elephant: ফুলেছে পা, বুনো হাতির সেবায় বনবস্তিবাসী

author img

By

Published : Dec 4, 2022, 2:28 PM IST

ফুলে গিয়েছে হাতির পা, হাঁটতে না পারার কারণে জুটছে না খাবারও ৷ এমন অবস্থায় অসুস্থ হাতির সেবা করছে নাগরাকাটার ধূমপাড়া এবং খেড়কাটা এলাকার বাসিন্দারা (Villagers Serving a Sick Wild Elephant) ৷

Jalpaiguri Elephant
বুনো হাতির সেবায় বনবস্তিবাসী

জলপাইগুড়ি, 4 ডিসেম্বর: বুনো হাতির তাণ্ডবে যখন ডুয়ার্সবাসী অতিষ্ঠ । ঠিক সেই সময়ে বুনো হাতির সেবায় দিনরাত পরিশ্রম করছেন বনবস্তিবাসীরাই । জঙ্গলের পাশে দাঁড়িয়ে অসুস্থ হাতি । পায়ের ব্যথায় কাতরাচ্ছে বুনো হাতিটি । কয়েকদিন ধরে খাবার জোগাড় করতে পারছে না । এমন পরিস্থিতিতে বুনো হাতির খাবারের জোগান দিতে এগিয়ে এলেন গ্রামবাসী (Villagers Serving a Sick Wild Elephant)।

প্রায় দিনই লোকালয়ে হাতি এসে ক্ষয়ক্ষতি করে । ডুয়ার্সে মানুষ-হাতির সংঘাত নিত্যদিনের ঘটনা । জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকা অসুস্থ বুনো হাতিকে বাঁচানোর জন্য কোমড় বেঁধে নামল বনবস্তিবাসী । পেছনের ডান পা ফুলে যাওয়ায় সেভাবে চলাফেরা করতে পারছে না হাতিটি । ফলে খাবার জোগাড় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে হাতিটির । কিন্তু হাতির এমন দৃশ্য দেখার পরেই নাগরাকাটার ধূমপাড়া এবং খেড়কাটা এলাকার বাসিন্দারা সেই বুনো হাতিটির খাবারের জোগাড় করতে শুরু করে ৷

বুনো হাতির সেবায় বনবস্তিবাসী

আরও পড়ুন: জলপাইগুড়ির একাধিক গ্রামে কীসের ভয়ে বিকোচ্ছে এত কাঁঠাল ?

গ্রামবাসীরা তাঁদের ক্ষেতের সবজি, কলাবাগান থেকে কলাগাছ কেটে এনে হাতিটিকে দূর থেকেই খেতে দিচ্ছে । এর মধ্যে কিছু কিছু খাবার খেয়েও নিচ্ছে সে ৷ তবে গ্রামবাসীদের আক্ষেপ, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না হাতিটির ৷ সঠিক চিকিৎসা না হলে হাতির মৃত্যু পর্যন্তও হতে পারে ৷ হাতিটির যেন সঠিকভাবে চিকিৎসা হয় তার দাবি জানিয়েছে এলাকাবাসী ৷

তবে বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটির পায়ে সংক্রমণ হয়েছে ৷ যার ফলে পিছনের পা ফুলে গিয়েছে, ঠিকভাবে হাঁটতে পারছে না হাতিটি ৷ তবে চিকিৎসা শুরু হয়েছে । বিগত 2 দিনের থেকে আজকের হাতির পায়ের পরিস্থিতি অনেকটা ভালো । পাকা কলার ভেতরে ওষুধ পুড়ে সেটি খাইয়ে দেওয়া হচ্ছে হাতিকে ।

কমল ছেত্রী নাম এক গ্রামবাসী জানান, অসুস্থ হাতিটিকে দেখে আমরা আমাদের ঘর থেকে যতটা সম্ভব খাবার দিচ্ছি ৷ কলার কাঁধি কেটে দেওয়া হচ্ছে ৷ তবে এভাবে ও সুস্থ হবে না ৷ সঠিক চিকিৎসা করাতে হবে ৷ না হলে হাতিটির মৃত্যু পর্যন্তও হতে পারে ৷

আরও পড়ুন: ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.