ETV Bharat / state

কোরোনায় ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, জানালেন সুস্থ রোগী

author img

By

Published : May 31, 2020, 12:56 PM IST

Updated : May 31, 2020, 9:44 PM IST

Do  not panic on Corona said cured patient
কোরোনা জয়ী নার্সিং ছাত্রী

জলপাইগুড়ি কোভিড হাসপাতালে 16 দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন জেলার প্রথম কোরোনা জয়ী ৷

জলপাইগুড়ি, 31মে : কোরোনা আতঙ্কের নয় ৷ সুস্থ হয়ে এমনটাই জানালেন কোরোনা জয়ী নার্সিং ছাত্রী । জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ 16 দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ওই যুবতি । তাকে ফুলের তোরা ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা । প্রথম কোরোনা রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানোই খুশি জেলা স্বাস্থ্য বিভাগ ৷

কলকাতা ফেরৎ ওই নার্সিং ছাত্রী কোরোনার উপসর্গ নিয়ে মে মাসের গত 13 তারিখ থেকে চিকিৎসাধীন ছিলেন । পরিবারের 13 জনের কোরোনা সোয়াব পরীক্ষা করা হলে তিনি ছাড়া সবার নেগেটিভ আসে । ভরতি করা হয় জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ৷ 16 দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ৷ আজ জেলা স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক ভবনে জেলার প্রথম কোরোনা জয়ীকে সংবর্ধনা জানান জেলা শাসক অভিষেক তিওয়ারি ও কোরোনা মোকাবিলায় গঠিত বিশেষ আধিকারিক ডাঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা ৷

কোরোনায় ভয় পাবেন না, জানালেন সুস্থ রোগী

কোরোনা জয়ী নার্সিং ছাত্রী জানান, কোরোনা আতঙ্কের নয় কিন্তু অনেকে গুজব ছড়াচ্ছেন ৷ এটা ঠিক নয় । আমার পরিবারকেও সমস্যায় পড়তে হয়েছে ৷ ভয় পাওয়ার কিছু নেই ৷ গুজব না ছড়িয়ে সঠিকটা জানুন ও অন্যদের জানান ৷

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় জানান, কোরোনা থেকে সুস্থ হওয়ার পর ওই যুবতিকে আজ ছুটি দেওয়া হয়েছে । নিজের বাড়িতে ফিরে সাত দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । বর্তমানে আট জন কোরোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

Last Updated :May 31, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.