ETV Bharat / state

SI Amitabha Malik Murder Case: এসআই অমিতাভ মালিক হত্যায় ধৃত 9 জিজেএম কর্মীর জামিন

author img

By

Published : Jul 13, 2023, 1:16 PM IST

এসআই অমিতাভ মালিক হত্যা ও পাহাড়ে অশান্তির ঘটনায় 9 জিজেএম কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ বুধবার তাঁদের জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷

SI Amitabha Malik Murder Case ETV BHARAT
SI Amitabha Malik Murder Case

দার্জিলিং, 13 জুলাই: গোর্খাল্যান্ডের দাবিতে হওয়া আন্দোলনের সময় খুন হন এসআই অমিতাভ মালিক। এই হত্যায় জড়িত গোর্খা জনমুক্তি মোর্চার 9 কর্মীকে জামিন দিল আদালত ৷ প্রায় 6 বছর কারাবন্দি থাকার পর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ জানা গিয়েছে, বুধবার শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারপতি ৷ কিন্তু, নির্দেশের কপি হাতে পেতে রাত হয় সংশোধনাগারের আধিকারিকদের ৷ তার ফলে বৃহস্পতিবার ওই অভিযুক্তদের দার্জিলিং জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী বলেন, "পাহাড়ে পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের সময় এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখা এবং পুলিশ আধিকারিক অমিতাভ মালিক হত্যা-সহ একাধিক ধারায় মামলা চলছিল ৷ বিচারপতি তাঁদের জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরজ প্রধান, শ্যাম কামি, দেওরাজ লেপচা এবং মহিন্দ্র কামিকে 2017 সালের 13 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁরা গত 5 বছর বছর 8 মাস ধরে বিচারবিভাগীয় হেফাজতেই ছিলেন ৷ ফিরোজ থাপা নামে এক অভিযুক্ত ছিলেন 5 বছর 1 মাস ৷ অশ্বিন গুরুং, দাওয়া শেরপা, নবীন রাই এবং পরশ মঙ্গর 4 বছর ধরে সংশোধনাগারে বিচারধীন বন্দি হিসেবে রয়েছেন ৷ তবে, জামিন পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলবে ৷ পাশাপাশি, মামলা চলাকালীন অভিযুক্তরা দার্জিলিঙের বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ আর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যখনই ওই 9 জনকে তলব করবে, তাঁদের উপস্থিত হতে হবে ৷

আরও পড়ুন: "খুনিদের সঙ্গে হাত মেলাচ্ছে সরকার, বিচার পাব না", ক্ষুব্ধ অমিতাভর পরিবার

2017 সালে পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড় ৷ বিমল গুরুংয়ের নেতৃত্বে জিজেএম সশস্ত্র আন্দোলনে সামিল হয় বলে অভিযোগ ওঠে ৷ যদিও পরবর্তী সময় সেই ঘটনায় রাজ্য সিআইডি-র পেশ করা চার্জশিটে বিমল গুরুংয়ের নাম ছিল না ৷ কিন্তু, সেই ঘটনায় 104 দিন টানা আন্দোলন ও বনধ চলে পাহাড়ে। চলে সশস্ত্র আন্দোলনও ৷

অভিযোগ, বোমাবাজি, গুলি, একাধিক সরকারি সম্পত্তি ধ্বংস করে আন্দোলনকারীরা ৷ পরে পাহাড় শান্ত করতে ময়দানে নামতে হয় পুলিশকে ৷ খুন হন এসআই অমিতাভ মালিক ৷ তারপরই গা ঢাকা দেন বিমল গুরুং থেকে শুরু করে রোশন গিরিরা ৷ সশস্ত্র আন্দোলন থামাতে ও পাহাড়কে শান্ত করতে আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নামতে হয় পুলিশকে ৷ উদ্ধার হয় জিলেটিন স্টিক-সহ একাধিক অস্ত্র ৷ তখনই গ্রেপ্তার হয় এই 9 আন্দোলনকারী ৷ এবার তাঁদের শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.