ETV Bharat / state

Dhupguri Bye Election: ধূপগুড়ি দখলে মরিয়া বিজেপি-তৃণমূল-সিপিএম, প্রচারে চাঁদের হাট সবপক্ষের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 3:49 PM IST

Dhupguri Bye Election Campaign: ধূপগুড়ির উপ-নির্বাচন যেন চাঁদের হাট । লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে অ্যাসিড টেস্ট । অন্যদিকে হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস । বিজেপি ও তৃণমূলের হাইভোল্টেজ লড়াইয়ের মাঝে ফের প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে বাম-কংগ্রেস ৷

Dhupguri Bye Election
Dhupguri Bye Election

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর: মাত্র একটি আসনে ভোট ৷ এই আসনে নির্বাচনে ফলাফলে পশ্চিমবঙ্গ বিধানসভার সামগ্রিক চিত্রে তেমন কোনও বদল আসবে না ৷ তার পরও জলপাইগুড়ির ধূপগুড়ির উপ-নির্বাচনে জয় পেতে মরিয়া সবপক্ষ ৷

বিজেপি রীতিমতো একটি বেসরকারি ভবন ভাড়া করে ‘ইলেকশন ওয়াররুম’ খুলে ফেলেছে ৷ প্রচারে রয়েছেন হেভিওয়েট নেতারা ৷ পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও ৷ তাদেরও শীর্ষ নেতৃত্ব থেকে জনপ্রিয় তরুণ-তুর্কি, তারকারা প্রচার করছেন ৷ পশ্চিমবঙ্গের শাসক ও প্রধান বিরোধী দলের এই কড়া টক্করের মাঝে পুরনো-ঘাঁটিতে ফের জয়ের মুখ দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বামেরা ৷ এই লড়াইয়ে তাদের সঙ্গে এবার রয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী তার কাটা, মুম্বইতে এক হয়েছে পরিবারবাদী-দুর্নীতিবাদীরা'; চাঁছাছোলা শুভেন্দু

ধূপগুড়িতে উপ-নির্বাচনের প্রচার: আগামী রবিবার, 3 সেপ্টেম্বর প্রচার শেষ ধূপগুড়ি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ৷ তার আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সবপক্ষ ৷ মতুয়া ভোটের প্রভাব ফেলতে প্রচারে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়াদের নেতা শান্তনু ঠাকুর । কীর্তন করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক অসীম সরকার । বিজেপি নেতা অমিত মালব্য, মঙ্গল পাণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনের ময়দানে কোমর বেঁধে নেমেছেন । এই কেন্দ্রে বিজেপির তারকা প্রচারক 40 জন ৷ সেই তালিকায় সাংসদ অনন্ত মহারাজ ও দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও সুভাষ সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়ের মতো একাধিক নেতা রয়েছেন ৷ এঁদের কেউ প্রচার করেছেন ৷ কেউ প্রচার করছেন ৷ কেউ রবিবার প্রচার শেষ পর্যন্ত থাকছেন ৷

Dhupguri Bye Election
বিজেপির প্রচারে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর-সহ অন্য নেতারা৷ জলপাইগুড়ির ধূপগুড়িতে৷

পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও ৷ বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায় থেকে হেভিওয়েট অরূপ বিশ্বাস, শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে তরুণ-তুর্কি দেবাংশু ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ প্রচার করেছেন ৷ শনিবার প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাছাড়া প্রচারের শেষলগ্নে তৃণমূল তারকাদের নিয়ে একটি রোড শো করবে ৷

Dhupguri Bye Election
তৃণমূলের প্রচারে অরূপ বিশ্বাস, গৌতম দেব-সহ অন্য নেতারা৷ জলপাইগুড়ির ধূপগুড়িতে৷

বিজেপি ও তৃণমূলের হেভিওয়েটদের টক্করের মাঝে লড়াই দেওয়ার চেষ্টা করছে সিপিএম-কংগ্রেস জোট ৷ সিপিএমের মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা প্রচার করবেন ৷ প্রচারে নামছেন কংগ্রেসের অধীর চৌধুরীও ৷ তাছাড়া গত কয়েকদিন ধরে প্রচারে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

এদিকে শনিবার অভিষেক প্রচার করবেন শুনে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতেও রদবদল হয়েছে ৷ রবিবারও তিনি প্রচার করবেন ৷ তাছাড়া একটি বেসরকারি ভবনে কার্যত ‘ওয়ার রুম’ খুলে প্রচারের সবকিছু পরিচালনা করছে গেরুয়া শিবির ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, ধূপগুড়ি বিধানসভা আসনের উপ-নির্বাচন নিয়ে এত জোরদার লড়াই কেন হচ্ছে ? সেই ব্যখ্যায় যেতে হলে আগে জানতে হবে ধূপগুড়ির নির্বাচনী ও রাজনৈতিক ইতিহাস ৷

আরও পড়ুন: 'ইন্ডিয়া' জোটের বৈঠক নিয়ে সুর চড়ালেন শুভেন্দু,মমতাকে 'চোর' বলে কটাক্ষ !

ধূপগুড়ি বিধানসভা আসনের ইতিহাস: ধূপগুড়ি বিধানসভা আসনটি বরাবর বাম কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত ছিল ৷ 1951 সালে এখান থেকে কংগ্রেস জিতেছিল ৷ 1957 ও 1962 সালের ভোটে ধূপগুড়ি নামে কোনও বিধানসভা আসন ছিল না ৷ 1967 তে আবার ফিরে আসে ৷ সেবার জয়ী হয় সংযুক্ত সোশালিস্ট পার্টি ৷ দু’বছর পর আরও একটি বিধানসভা ভোটে ওই দলই আবার জয়ী হয় ৷ কিন্তু 1971-72 ও 1972 থেকে 1977 পর্যন্ত এই কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল ৷ সাতাত্তরে বিধানসভা ভোটে প্রথমবার ক্ষমতায় আসে বামফ্রন্ট ৷ সেবার ধূপগুড়ি যায় সিপিএমের দখলে ৷ এর পর মহাকরণে যতদিন লালপার্টির রাজত্ব ছিল, ততদিন সিপিএমই জিতেছে ওই কেন্দ্র থেকে ৷ এমনকী, 2011 সালে যখন ঘাসফুল ঝড়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ আসনে উড়ে গেল বামফ্রন্ট, তখনও ওই আসনে জিতেছে সিপিএম ৷

2016 সালে বামেদের থেকে ওই আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু 2021 সালে বিজেপির কাছে তৃণমূলকে হারাতে হয় ধূপগুড়ি ৷ জয়ী বিধায়ক বিষ্ণুপদ রায় সম্প্রতি প্রয়াত হয়েছেন ৷ তাই আগামী 5 সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে ৷ বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে ৷ তৃণমূলের টিকিটে লড়ছেন নির্মলচন্দ্র রায় ৷ আর বাম-কংগ্রেস জোটের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় ৷

আরও পড়ুন: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ, বিঁধলেন বিজেপিকে

কেন সব নজর ধূপগুড়িতে: 2021 সালের সাফল্য ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ কারণ, উত্তরবঙ্গ এখন বিজেপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত ৷ কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ সেই ভোটের লড়াইয়ে নামার আগে ধূপগুড়ি ধরে রাখতে পারলে গেরুয়া শিবিরের কাছে তা মরাল বুস্টিংয়ের কাজ করবে ৷ ধূপগুড়ির বিধানসভার উপ-নির্বাচনে দায়িত্বে থাকা জলপাগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ‘‘আমাদের জেতা আসনটি ধরে রাখতে আমাদের মাঠে নামতেই হবে । ফলে আমাদের সবস্তরের নেতারা ঝাঁপিয়ে পড়েছেন । বিজেপি একটা পরিবার ।’’

অন্যদিকে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মাত্র তিনটে উপ-নির্বাচনে হেরেছে তৃণমূল ৷ শেষবার তাদের হারতে হয়েছে সাগরদিঘিতে ৷ তাই এবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা ৷ তাছাড়া লোকসভা নির্বাচনের অঙ্ক ঘাসফুল নেতৃত্বের ভাবনাতেও রয়েছে ৷ কারণ, উত্তরবঙ্গে 2019 সালে ভরাডুবি হয়েছিল তৃণমূলের ৷ তাই ধূপগুড়িতে জিততে পারলে ভোটের আগে তাদের কনফিডেন্স বাড়বে ৷

তৃণমূল কংগ্রেসের নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘আমরা 2021 সালে 4 হাজার ভোটে এই আসনটি হেরেছিলাম । এই ভোটে হেরে গেলে সরকার পড়ে যাবে না । কিন্তু আমরাই জিতব । লড়াই করতে হলে সর্বশক্তি নিয়েই লড়তে হয় ।’’

আর যুযুধান বিজেপি ও তৃণমূলের মাঝে পড়ে সিপিএম ও কংগ্রেস চেষ্টা করে যাচ্ছে লড়াইয়ের ৷ তাদের লক্ষ্য যে শক্তঘাঁটি পুনরুদ্ধার, তা তাদের নেতাদের কথাতেই স্পষ্ট ৷ জলপাগুড়িতে সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, ‘‘2011 সালে এই আসনটিতে আমরাই জয়ী হয়েছিলাম । পুরনো মাটি ফিরে পেতে লড়াই চালাচ্ছি ।’’

শেষপর্যন্ত কে জিতবে, ভোটের কোন অঙ্কে জয় আসবে, তা জানতে গণনার দিন পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে ৷ কিন্তু তার আগে প্রচারের ময়দানে যে ধূপগুড়ি কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছে, তা বলা যেতেই পারে !

আরও পড়ুন: বাড়তি নিরাপত্তা! ধূপগুড়ির উপনির্বাচনে মোতায়েন আরও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.