ETV Bharat / state

Dhupguri Assembly Bypoll: ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপি প্রার্থী বারামুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়

author img

By

Published : Aug 16, 2023, 7:47 AM IST

Updated : Aug 16, 2023, 12:38 PM IST

বারামুলায় জঙ্গি হামলায় শহিদ হন জগন্নাথ রায় ৷ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তাঁর স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করল বিজেপি ৷ এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে একই মঞ্চে দেখা গিয়েছিল ৷

ETV Bharat
ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়

বারামুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি

ধূপগুড়ি, 16 অগস্ট: শহিদ সেনা জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করে চমক দিল বিজেপি ৷ মঙ্গলবার দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টির তরফে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তাপসীকে পাশে বসিয়ে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, আগামী 5 সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন । বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় শ্বাসকষ্ট জনিত কারণে গত 25 জুলাই এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন। তারপর এই আসনটি খালি হয়। সম্প্রতি উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন।

দিনটা ছিল 2021 সালের 25 মার্চ ৷ শ্রীনগর বারামুলা জাতীয় সড়কে সিআরপিএফের 73 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা রুটিনমাফিক টহলদারি দিচ্ছিলেন ৷ সেই সময় লস্কর-ই-তইবা জঙ্গিরা 70 নম্বর ব্যাটেলিয়নের উপর হামলা চালায় ৷ এই ঘটনায় গুরুতর জখম হন সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায় ৷ তিনি ধূপগুড়ির পশ্চিম শালবাড়ির বাসিন্দা ৷ সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ 29 মার্চ মৃত্যু হয় ধূপগুড়ির জওয়ানের ৷ তাঁর স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করল বিজেপি ৷

মঙ্গলবার রাতে বিজেপির তরফে ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় ৷ এতে হতবাক সদ্য ঘোষিত বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না ৷ আমি কোনও দিন ভাবিনি যে আমি প্রার্থী হব ৷ আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন ৷" তাপসীও স্বামীর মতোই মানুষের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ৷ সদ্য ঘোষিত প্রার্থী জানিয়েছেন, ধূপগুড়ির মা-মেয়ে এবং সন্তানদের জন্য কিছু করতে চান ৷ ধূপগুড়িকে মহকুমা করা এবং ধূপগুড়ি গ্রামীন হাসপাতালের উন্নতি করাই তাঁর প্রথম লক্ষ্য ৷

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলায় আহত ধূপগুড়ির জওয়ানের মৃত্যু

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সিপিএম এবং শাসক দল তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ বিজেপি প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল ৷ সূত্রের খবর, বিজেপি শিবির থেকে একাধিক নাম উঠে আসছিল । সেই তালিকায় ছিলেন সদ্যপ্রয়াত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেলের নামও ৷ তবে শেষে তাপসীতেই ভরসা রাখল বিজেপি ৷

Last Updated : Aug 16, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.