ETV Bharat / state

Bhaichung on Sikkim Flood: 'ভীষণ উদ্বেগে রয়েছি', সিকিমের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাইচুং

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:43 PM IST

'আমরা ভীষণ উদ্বেগে রয়েছি ৷' ঠিক এই ভাষাতেই সিকিমের হড়পা বানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া ৷ তিন জানালেন, উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে সামনেই পর্যটনের মরশুম ৷ তাই তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করে তোলা অত্যন্ত জরুরি ৷

Bhaichung on Sikkim Flood
সিকিমের পরিস্থিতিতে উদ্বিগ্ন বাইচুং

শিলিগুড়ি, 7 অক্টোবর: হড়পা বানের জেরে সিকিমে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ৷ মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্য়া পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে এই পড়শি এই পাহাড়ি রাজ্যে ৷ মৃতের সংখ্যা 20 পেরিয়ে গিয়েছিল গতকালই ৷ এখনও নিখোঁজ বহু ৷ চলছে উদ্ধার কার্য ৷ পরিস্থিতি নিয়ে টুইটে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ফুটবলার তথা হামরো সিকিম পার্টির সভাপতি বাইচুং ভুটিয়া ৷

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইচুং ভুটিয়া বলেন, "এখনও উদ্ধার কাজ চলছে । সামনেই পর্যটনের মরশুম । বাংলা ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ সেটা এখনও ঠিক হয়নি ৷ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা এখনও পর্যন্ত আগের মতো ঠিকঠাক করা যায়নি । কতদিন লাগবে জানা নেই । তবে যত তাড়াতাড়ি সব স্বাভাবিক হবে তত ভালো । পর্যটনই সিকিমের মূল ভিত্তি । ফলে যোগাযোগ ব্যবস্থাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাটাই আমাদের মূল লক্ষ্য । আমরা ভীষণ উদ্বেগে রয়েছি । কারণ আরও একটি হ্রদের পরিস্থিতিও নাকি খুব ঝুঁকিপূর্ণ ।"

তিনি আরও বলেন, "যেভাবে একের পর এক বিস্ফোরক উদ্ধার হচ্ছে তাতে আরও বেশি সতর্কতার সঙ্গে কাজ কর‍তে হবে । অনেক বিষয় এখনও ঠিকঠাক ভাবে হচ্ছে না। কেন্দ্রীয় সরকার যে 45 কোটি টাকা বরাদ্দ করেছে তা পর্যাপ্ত না-হলেও আগামীতে আরও সাহায্য মিলবে বলেই আশা করছি। অনেক পর্যটক এখনও আটকে রয়েছে। তাঁদের উদ্ধার করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর দরকার এই ঘটনার পিছনে মূল কারণ খতিয়ে দেখা।"

আরও পড়ুন: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা

তিস্তা নদীতে হঠাৎ আসা এই হড়পা বানের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয় সিকিমে ৷ ভেঙে চুংথামের বাঁধের একটি অংশ ৷ জলবিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে এই বাঁধটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ ৷ বহু মানুষের মৃত্যু হয়েছে এই বানের জেরে ৷ গত 4 অক্টোবর পাহাড়ে শুরু হয় প্রবল বৃষ্টিপাত ৷ আর তাতেই হড়পা বানের সৃষ্টি হয় রাক্ষুসে তিস্তার বুকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.