ETV Bharat / state

Mamata on Sikkim Flood: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:59 PM IST

Updated : Oct 7, 2023, 5:01 PM IST

Mamata Banerjee on Sikkim Flood: সিকিমের বন্যার কারণে উত্তরবঙ্গে যে ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেন্দ্র ৷ উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার ৷ অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Sikkim Flood
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 7 অক্টোবর: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যখন তিন দিন ধরে রাজভবনের সামনে ধরনা অবস্থান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই সিকিমের বন্যা নিয়ে এ বার রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিকিমের বন্যার কারণে উত্তরবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে দিকে ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের ৷ সিকিমে সবরকম সাহায্য পাঠানো হলেও, বাংলার মানুষের প্রতি 'কেন্দ্রের বৈষম্য' দেখে তিনি হতবাক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁর সরকার সবরকম ভাবে সিকিমকে সাহায্য করতে সচেষ্ট বলেও জানিয়েছেন তিনি ৷

শনিবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিমের প্রসঙ্গ টেনে লিখেছেন, "সাম্প্রতিক যে বিপর্যয় সিকিমে আমাদের ভাই-বোনদের আঘাত করেছে, তা দার্জিলিং পাহাড়ে এবং কালিম্পং-এও আমাদের লোকজনকে আঘাত করেছে । পশ্চিমবঙ্গের সংবেদনশীল 'চিকেন নেক' এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । হড়পা বানের ঘটনার রাত থেকে আমি আমার পুরো প্রশাসনের সঙ্গে 24×7 কাজ করে যাচ্ছি, যাতে লোকেদের আরও দুর্দশা থেকে বাঁচানো যায় এবং টাকা-সহ সমস্ত সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছি ৷ পাহাড়ে জিটিএকে 25 কোটি টাকা সহায়তা করেছি । মন্ত্রী এবং শীর্ষ আইএএস অফিসারদের পাঠানো হয়েছে এবং দলগুলি এখনও ঘটনাস্থলে রয়েছে । আমরা সেনা কর্তৃপক্ষ এবং সিকিম সরকারকে সব ধরনের সাহায্য করেছি ও করব এবং সিকিমের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ।"

  • The recent disaster which has struck our brothers and sisters at Sikkim has struck my people at the Darjeeling hills and in Kalimpong also. The sensitive chicken's neck area of West Bengal has been affected. From the night of the flashflood occurrence, I have been working 24×7…

    — Mamata Banerjee (@MamataOfficial) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা, সেচমন্ত্রীকে দ্রুত শিলিগুড়িতে পৌঁছনোর নির্দেশ

সিকিমের বিপর্যয়ে বাংলার সরকার কতটা সমব্যথী সে কথা জানানোর পাশাপাশি এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপর্যয় মোকাবিলা কেন্দ্রীয় সাহায্যের ক্ষেত্রে বাংলা বৈষম্যহীনতা দাবি করে বলে জানান তিনি ৷

মুখ্যমন্ত্রী লিখেছেন, "দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কেন্দ্রীয় বৈষম্য দেখে আমি হতবাক ৷ সেখানেও দুর্যোগের তীব্রতা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে । আমরা ভিক্ষুক নই এবং আমরা মন থেকে সিকিমের পক্ষে, তবে আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সহায়তা সম্পর্কিত বিষয়ে চিকিত্সার সমতা ও বৈষম্যহীনতা চাই ।"

Last Updated : Oct 7, 2023, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.