ETV Bharat / state

Ambulance Problem: অ্যাম্বুলেন্স সমস্যা মিটল না জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে, নাকাল প্রসূতিরা

author img

By

Published : Nov 1, 2022, 8:03 PM IST

Ambulance Problem
নেই অ্যাম্বুলেন্স, অপেক্ষায় প্রসূতি মায়েরা

অ্যাম্বুলেন্স সমস্যা এখনও মিটল না জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (Jalpaiguri Mother & Child Hub) । হাসপাতাল চত্বরে ঠায় দাঁড়িয়ে মায়েরা । বৈঠকে বসতে চলেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷

জলপাইগুড়ি, 1 নভেম্বর: টানা 24 ঘণ্টা থেকে অ্যাম্বুলেন্স সমস্যায় নাকাল প্রসূতি মায়েরা । অ্যাম্বুলেন্স সমস্যা এখনও মিটল না জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে (Jalpaiguri Mother & Child Hub) । হাসপাতাল চত্বরে বাচ্চা কোলে দাঁড়িয়ে আছেন মায়েরা । সমস্যা মেটাতে আজ অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷

রবিবারের পর সোমবারও 102 অ্যাম্বুলেন্স-এর পরিষেবা নিয়ে অভিযোগ উঠল । এদিনও হাসপাতালে সদ্যজাতদের নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় মায়েদের । অঞ্জলি রায়, দিপালি রায়, অন্তরা রায়দের মতো মায়েরা এদিনও ভোগান্তির শিকার হন বলে তাঁদের অভিযোগ ।

নেই অ্যাম্বুলেন্স, অপেক্ষায় প্রসূতি মায়েরা

আরও পড়ুন: কালীপুজোয় ভূতের হাসপাতাল এখন জলপাইগুড়িবাসীর অন্যতম আকর্ষণ

দিপালি রায়, অঞ্জলি রায়,অন্তরা রায়েরা জানান, এদিন দুপুর 12টা নাগাদ ছুটি হয় হাসপাতাল থেকে । তারপর কয়েক ঘণ্টা ধরে তাঁদের অপেক্ষা করতে হচ্ছে । মেলেনি অ্যাম্বুলেন্স । 102-এর অ্যাম্বুলেন্স চালকরা বলেন হাসপাতাল থেকে আমার বাড়ি অনেকটা দূরে । তাই এখন যেতে পারবেন না ।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার কল্যাণ খান টেলিফোনে জানান, স্থায়ী সমাধানের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে । 102-এর অ্যাম্বুলেন্স ও নিশ্চয় যান চালকদের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠকে তাঁদের ডাকা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.