ETV Bharat / state

ডুয়ার্সের চা-বাগানের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন

author img

By

Published : Nov 23, 2020, 10:18 PM IST

agitation_of_tea_gurden_workers_for_their_needness_in_jalpaiguri_dooars
ডুয়ার্সের চা-বাগানের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন

এদিনের বিক্ষোভ আন্দোলনে তৃণমূল শ্রমিক সংগঠনগুলির তরফে শ্রমিকদের কাজের মেয়াদ বাড়ানোরও দাবি জানানো হয়েছে ৷ বর্তমানে চা বাগানের শ্রমিকদের কাজের মেয়াদ 58 বছর পর্যন্ত ৷ বয়সের এই সীমা বাড়িয়ে 60 বছর করার দাবি তুলেছে শ্রমিক সংগঠনগুলি ৷

জলপাইগুড়ি, 23 নভেম্বর : উওরবঙ্গের চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠনগুলি । সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের গেটের সামনেই শ্রমিকদের নিয়ে বৈঠক করলো সংগঠনের নেতারা ৷ সেই বৈঠকে চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনগুলি ৷ পাশাপাশি অন্য়ান্য় স্টাফ ও সাব স্টাফদের বেতন বৃদ্ধির দাবিও কর্তৃপক্ষের কাছে জানানো হবে ৷

এদিনের বিক্ষোভ আন্দোলনে তৃণমূল শ্রমিক সংগঠনগুলির তরফে শ্রমিকদের কাজের মেয়াদ বাড়ানোরও দাবি জানানো হয়েছে ৷ বর্তমানে চা বাগানের শ্রমিকদের কাজের মেয়াদ 58 বছর পর্যন্ত ৷ বয়সের এই সীমা বাড়িয়ে 60 বছর করার দাবি তুলেছে শ্রমিক সংগঠনগুলি ৷ তৃণমূল প্রভাবিত তরাই ডুয়ার্স প্লানটেশন ওয়ার্কার্স ইউনিয়নের জেলার কার্যকরী সভাপতি স্বপন সরকার বলেন, শুধুই বেতন বাড়ানো বা কাজের মেয়াদ বৃদ্ধি নয় ৷ চা বাগানের শ্রমিকরা তাঁদের PF-র টাকা তুলতে পারছেন না ৷ এর কারণ হিসেবে তিনি জানান, কেন্দ্রের নির্দেশ মত PF অ্য়াকাউন্টে আধার সংযুক্তিকরণ করা বাধ্য়তামূলক ৷ তবে, আধার সংযুক্তিকরণের প্রক্রিয়ায় অনেক সমস্য়া হচ্ছে ৷ অনেক অবসর প্রাপ্ত শ্রমিক PF-র টাকা তুলতে না পেরে অসহায় হয়ে দিনযাপন করছেন ৷ তাঁদের দাবি, চা বাগানের শ্রমিকদের সেই টাকা পেতে PF-র নিয়ম সরলীকরণ করতে হবে ৷

পাশাপাশি, শ্রমিকরা দিনের হিসেবে যে অতিরিক্ত চা পাতা তোলেন, সেই অতিরিক্তি চাপাতা তোলার মজুরিও বাড়ানোর দাবি জানিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন ৷ তাদের অভিযোগ ডুয়ার্সের চা বাগানে শ্রমিকদের জন্য় কোনওরকম চিকিৎসা ব্য়বস্থা নেই ৷ সংগঠনের দাবি চা বাগানগুলিতে চিকিৎসক, স্বাস্থ্য় কর্মী ও পর্যাপ্ত পরিমাণ ওযুদের ব্য়বস্থা করতে হবে ৷ চা বাগানগুলিতে অ্য়াম্বুলেন্সের ব্য়বস্থাও করতে হবে বলে সংগঠনগুলির বৈঠকে দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.