ETV Bharat / state

বন্য শূকর মেরে পিকনিক, গ্রেপ্তার ব্যক্তি

author img

By

Published : Aug 22, 2020, 7:23 PM IST

দু’দিন আগেই গোরুমারা জাতীয় উদ্যান থেকে বাইসন মেরে মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী বিভাগ । এবার বন্য শূকরকে হত্যা করে মাংস খাওয়ার ঘটনা ঘটল । এই ঘটনার সাথে যুক্ত অন্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন্যপ্রাণী বিভাগ ।

wildlife
গরুমারা জাতীয় উদ্যান

জলপাইগুড়ি, 22 অগাস্ট : গোরুমারা জাতীয় উদ্যানের বাইসনের পর এবার বন্য শূকর মেরে খেতে গিয়ে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি । গোরুমারা নর্থ রেঞ্জ ও চালসা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের ADFO জন্মেঞ্জয় পাল জানান, স্থানীয় চা বাগানের লেবার লাইনে গতকাল রাতে 18-19 জন বাসিন্দা একটি বন্য শূকর মেরে তার মাংস দিয়ে পিকনিকের আয়োজন করেছিল । ঘটনার খবর পেয়ে গোরুমারা নর্থ রেঞ্জ ও চালশা রেঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালান । ওই বাড়ি থেকে রান্না করা ও কাঁচা বন্য শূকরের মাংস উদ্ধার করেন বমকর্মীরা । বনকর্মীদের আসার খবর পেয়েই বাকিরা পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ ।

উল্লেখ্য, দু’দিন আগেই গোরুমারা জাতীয় উদ্যান থেকে বাইসন মেরে তার মাংস খাওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী বিভাগ । এরপর ফের বন্য শূকরকে হত্যা করে মাংস খাওয়ার ঘটনা ঘটল । এই ঘটনা সাথে যুক্ত অন্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন্যপ্রাণী বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.