ETV Bharat / state

Swami Prabhanandaji Maharaj Demise: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজী মহারাজ, টুইটে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Apr 2, 2023, 10:29 AM IST

রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ স্বামী প্রভানন্দজী মহারাজের জীবনবসান । বেলুড় মঠেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্ব । টুইটে শোকবার্তা মুখ্যমন্ত্রীর ৷

Swami Prabhanandaji Maharaj ETV Bharat
স্বামী প্রভানন্দজী মহারাজ

হাওড়া, 2 এপ্রিল: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজী মহারাজ ৷ 1 এপ্রিল সন্ধ্যে 6.50 মিনিটে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । শনিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷ মৃত্যুকালে সময়ে তাঁর বয়স হয়েছিল 91 বছর । স্বামী প্রভানন্দজী মহারাজের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট শ্রদ্ধেয় স্বামী প্রভানন্দজী মহারাজের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । তাঁর জীবন ও শিক্ষা আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে । এই কঠিন সময়ে তাঁর ভক্তদের ঈশ্বর শক্তি প্রদান করুক ।"

17 অক্টোবর 1931 সালে স্বামী প্রভানন্দজী তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে (অধুনা বাংলাদেশ) জন্মগ্রহণ করেন । রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন ৷ 1958 সালে রামকৃষ্ণ সঙ্ঘের নরেন্দ্রপুর আশ্রমে যোগদান করেন তিনি । 1966 সালে রামকৃষ্ণ সঙ্ঘের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস-দীক্ষা লাভ করেন । নরেন্দ্রপুর, সারদাপীঠ ও সেবা প্রতিষ্ঠানে তিনি নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন । নরেন্দ্রপুরে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে কিছুকাল কাজ করেন । নরেন্দ্রপুরে থাকাকালীন দু'বছর তিনি লোকশিক্ষা পরিষদের (পূর্বতন Institute of Social Education and Recreation) দায়িত্বভার গ্রহণ করেছিলেন ।

রামকৃষ্ণ মিশন সারদাপীঠের অন্তর্গত বিদ্যামন্দির কলেজের অধ্যক্ষ পদেও কয়েকবছর দায়িত্ব সামলান স্বামী প্রভানন্দজী মহারাজ। কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালের সহকারী সম্পাদক হিসেবে তিনি তিন বছর কাজ করেন । পরবর্তীকালে প্রভানন্দজী পুরুলিয়া বিদ্যাপীঠ এবং দক্ষিণ কলকাতায় অবস্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদকের দায়িত্বভারও সামলেছেন তিনি । 1983 সালের এপ্রিল মাসে প্রভানন্দজী রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন । 1984 সাল থেকে দীর্ঘ এগারো বছর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক ছিলেন ।

  • It pains me deeply to learn about the passing away of revered Swami Prabhanandaji Maharaj, Vice-President, Ramakrishna Math & Mission.

    His life and teachings will continue to inspire us for generations to come. May his devotees find strength in this difficult time.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2007 সাল থেকে পাঁচ বছর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বভার সামলেছেন । 2012 সালের জুন মাসে প্রভানন্দজী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ নির্বাচিত হন ৷ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন । জীবিতকালে ইংরেজি এবং বাংলা ভাষায় বহু গ্রন্থের রচনা করেন প্রভানন্দজী । বাংলা বইয়ের মধ্যে উল্লেখ্যযোগ্য শ্রীরামকৃষ্ণের 'অন্ত্যলীলা' (দুই খণ্ডে), 'ব্রহ্মানন্দ চরিত', 'সারদানন্দ চরিত' ও 'রামকৃষ্ণ মঠের আদিকথা' । ইংরেজি ভাষায় তাঁর লেখা, 'ফার্স্ট মিটিং উইথ শ্রী রামকৃষ্ণ' (First Meetings with Sri Ramakrishna) এবং 'আরলি হিসট্রি অফ রামকৃষ্ণ মুভমেন্ট' (Early History of Ramakrishna Movement) শীর্ষক গ্রন্থাবলী সুপ্রসিদ্ধ ।

বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা ইংরেজি ও বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়েছে । সুবক্তা প্রভানন্দজী বহু জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনাসভায় অংশগ্রহণ করেছেন । মহারাজের সুচিন্তিত বক্তৃতাবলী তাঁর মেধা ও পাণ্ডিত্যের সাক্ষ্য বহন করে । বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ সংগ্রহ-মন্দিরটিতে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত বহু মূল্যবান জিনিস ও নথিপত্র সংরক্ষিত রয়েছে । এটি প্রভানন্দজীর একক প্রচেষ্টা ও দীর্ঘকালীন শ্রমের নিদর্শন । সহ-সঙ্ঘাধ্যক্ষ রূপে প্রভানন্দজী ভারতবর্ষ, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন স্থানে গিয়ে বহু অধ্যাত্ম পিপাসু মানুষকে মন্ত্রদীক্ষা দান করেছেন । এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, ফিজি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা পরিদর্শনে যান এবং রামকৃষ্ণ-বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের প্রচার-প্রসার করেন ।

স্বামী প্রভানন্দজীর জ্ঞানস্পৃহা ও গবেষণাস্পৃহা সর্বজনবিদিত । তাঁর অসাধারণ মেধা, পাণ্ডিত্য, সেবাপরায়ণতা ও ত্যাগ-তপস্যাপূতঃ জীবনের জন্য তিনি ছিলেন বহুমানিত । সর্বোপরি সঙ্ঘসেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ । তাঁর প্রয়াণে রামকৃষ্ণ সঙ্ঘের এক অপূরনীয় ক্ষতি হল বলেই জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । এছাড়াও তাঁর সকল ভক্ত ও অনুরাগীবৃন্দ রবিবার অর্থাৎ 2 এপ্রিল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বেলুড় মঠের সংস্কৃতি ভবনে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন । রবিবার 2 এপ্রিল রাত 9টা নাগাদ বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে ।

আরও পড়ুন: বেলুড় মঠ দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, সঙ্গী রাজ্যপাল বোস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.