ETV Bharat / state

স্তব্ধ লোকাল ট্রেন, সবজির দাম বৃদ্ধির আশঙ্কা

author img

By

Published : May 7, 2021, 7:35 PM IST

traders-fear
traders-fear

লোকাল ট্রেন বন্ধ থাকায় সবজির দাম বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের ৷

হাওড়া, 7 মে : বন্ধ লোকাল ট্রেন ৷ ফলে বেশি টাকা খরচ করে লরি বা ম্যাটাডোরে করে বাজারে আনতে হচ্ছে সবজি ৷ এদিকে পেট্রোল, ডিজেলের দামও আকাশছোঁয়া ৷ সব মিলিয়ে সবজির দাম ফের একবার আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের ৷

বৃহস্পতিবার থেকে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ । এর প্রভাব পড়েছে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারে । সবজির দাম বাড়তে শুরু করেছে । মাথায় হাত পড়েছে ক্রেতাদের । হাওড়া পাইকারি সবজি বাজারে হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলা থেকে চাষিরা সবজি নিয়ে আসেন । তাঁরা লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় কাঁচা সবজি পটল, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজি হাওড়া পাইকারি সবজি বাজারে নিয়ে আসেন । কিন্তু লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা । তাঁরা ছোট ছোট লরি অথবা ম্যাটাডোর ভাড়া করে মাল নিয়ে আসছেন বাজারে । ফলে পরিবহন খরচ বেড়ে গিয়েছে কয়েক গুণ ।

সবজির দাম বৃদ্ধির আশঙ্কা

আরও পড়ুন : শ্রমিকের অভাব, লকডাউনের আতঙ্কে ঘুম ছুটেছে মালদার চাষিদের

এদিকে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় লরিতে করে সবজি বাজারে আনতে খরচ অনেকটাই বেড়েছে । ফলে বাধ্য হয়ে চাষিরা কাঁচা আনাজের দাম বাড়িয়ে বিক্রি করছেন । হাওড়ার সবজি বাজারে আজ কিলো প্রতি সবজির দাম গড়ে তিন থেকে চার টাকা বেড়েছে । ফলে খুচরা বাজারে বিক্রেতারা কেজি প্রতি আরও 10 থেকে 15 টাকা বাড়িয়ে বিক্রি করছেন। এতে চরম সমস্যায় পড়েছেন ক্রেতারা । সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.