ETV Bharat / state

Local Trains Cancel: নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজ চলায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন

author img

By

Published : Jan 3, 2023, 2:32 PM IST

নিউ জলপাইগুড়ি স্টেশন-সহ কাটিহার, রাঙাপানি, আমবাড়ি ও ফালাকাটা বিভাগে চলবে মেরামতির কাজ ৷ আগামী 4 থেকে 6 জানুয়ারি থেকে পর্যন্ত রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে উত্তরবঙ্গে ৷ ঘোষণা পূর্ব রেলের পক্ষ থেকে (several local trains canceled) ৷

Local Trains Cancel
বিঘ্নিত রেল পরিষেবা

হাওড়া, 3 জানুয়ারি: নর্থ ইস্ট ফ্রন্ট্রিয়ার রেলের নিউ জলপাইগুড়ি স্টেশন-সহ কাটিহার বিভাগের রাঙাপানি, নিউ জলপাইগুড়ি, আমবাড়ি ও ফালাকাটা বিভাগে তিন দিনের জরুরি কাজের ভিত্তিতে 4-6 জানুয়ারি রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল পূর্ব রেলের ( several local trains canceled due to maintenance work)। একনজরে দেখে নিন ট্রেনের পরিবর্তিত সময়সূচি ৷

আগামী 4 থেকে 6 জানুয়ারি মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন এক্সপ্রেস (157091, 15710) ট্রেন, হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস (12364), নিউ জলপাইগুড়ি-হাওড়া, নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (12042, 12041) ট্রেনটি বাতিল হয়েছে ৷ এছাড়াও কলকাতা-হলদিবাড়ি (12363) এক্সপ্রেস আজ এবং 5 জানুয়ারি বাতিল হয়েছে ৷ এছড়াও নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (15722) আগামী 6 এবং দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (15721) 7 জানুয়ারির জন্য বাতিল হয়েছে ৷

এছড়াও বেশ কিছু ট্রেনের যাত্রা পথের পরিবর্তন হয়েছে ৷ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (22611) 4 জানুয়ারি এবং নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস (22612) 6 তারিখে শিলিগুড়ি থেকে ছাড়বে।

ট্রেনের পরিবর্তিত রুট:

শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (12377) 3-5 জানুয়ারি এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস (12378) 4-6 জানুয়ারি আলুবাড়ি রোড, বাগডোগরা, ও শিলিগুড়ি হয়ে চলবে । শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়ালেও নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াবে না ।

আরও পড়ুন: বারুইপুর, চন্দনপুর স্টেশনে চলবে কাজ, বিঘ্নিত হবে ট্রেন পরিষেবা

শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (13173) 6 জানুয়ারি আলুবাড়ি রোড, বাগডোগরা, শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে । যদিও নিউ জলপাইগুড়ি , জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়াবে না এই ট্র্রেনটি ৷

ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (15962) 5 জানুয়ারি শামুকতলা রোড, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাগডোগরা, আলুবাড়ি রোড , নিউ মাল স্টেশনে দাঁড়াবে । তবে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে না ।

গুয়াহাটি - হাওড়া সারাইঘাট এক্সপ্রেস (12346) 6 তারিখ শামুকতলা রোড, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাগডোগরা, আলুবাড়ি রোড হয়ে চলবে। এছাড়াও আলিপুরদুয়ার, নিউ মাল এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে। যদিও নিউ আলিপুরদুয়ার , নিউ কোচ বিহার , ফালাকাটা এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে না।

কামাখ্যা-পুরী (15688) এক্সপ্রেস 5 জানুয়ারি শিলিগুড়ি, বাগডোগরা, আলুবাড়ি রোড হয়ে চলবে । শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে তবে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে না । এছড়াও নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস (13142) ট্রেনটি 6 জানুয়ারি বিকেল 4.10 মিনিটের পরিবর্তে বেলা 12.10 মিনিটে ছাড়বে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল সূত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.